হু-র বৈঠকের আগে তরজা তামাক শিল্প, কেন্দ্রের মধ্যে

আগামী ৭ থেকে ১২ নভেম্বর নয়াদিল্লিতে বসতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র বৈঠক। তার আগে দেশের তামাক শিল্পকে বাঁচাতে কেন্দ্রের কাছে আবেদন জানাল সংশ্লিষ্ট মহল।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৬ ০৩:১৯
Share:

আগামী ৭ থেকে ১২ নভেম্বর নয়াদিল্লিতে বসতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র বৈঠক। তার আগে দেশের তামাক শিল্পকে বাঁচাতে কেন্দ্রের কাছে আবেদন জানাল সংশ্লিষ্ট মহল। এ নিয়ে সরকারের কাছে ৬ হাজার পাতার চিঠিও পাঠিয়েছেন এক লক্ষের বেশি কৃষক। শিল্পমহলের সঙ্গে আলোচনা না-করে স্বাস্থ্য মন্ত্রক যাতে কোনও নীতি ঘোষণা না-করে, আবেদন জানানো হয়েছে সে বিষয়েও। যদিও মানুষের স্বাস্থ্যের সঙ্গে আপস করে কোনও চাপের কাছে মাথা নিচু করা হবে না বলে স্পষ্ট জানিয়েছে কেন্দ্

Advertisement

বিশ্বের তৃতীয় বৃহত্তম তামাক উৎপাদনকারী দেশ ভারত। প্রত্যক্ষ ভাবে এই শিল্পের সঙ্গে যুক্ত প্রায় ৪.৬ কোটি মানুষ। মোট ব্যবসা ১,১০০ কোটি ডলারের (৭৩,৭০০ কোটি টাকা)। তামাক শিল্পের আর্জি, মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করতে গিয়ে এত সংখ্যক শ্রমিকের রুজি-রুটিতে যাতে টান না-পড়ে, কেন্দ্র যেন তা নজরে রাখে।

প্রায় ১৮০টি দেশের প্রতিনিধিরা যোগ দেবেন হু-এর বৈঠকে। যার অন্যতম বিষয় হল তামাক বিরোধী নীতির কাঠামো নিয়ে আলোচনা। ২০০৫ সাল থেকেই এই নীতি কার্যকর হয়েছে। লক্ষ্য, মানুষকে সিগারেট বা তামাকজাত পণ্য সেবন থেকে বিরত করা। এই শিল্পের সঙ্গে যুক্ত থাকা শ্রমিকদের বিকল্প রোজগারের ব্যবস্থা করার বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে এই বৈঠকে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন