Vishnu Idol

পুকুর সংস্কারের সময়ে উদ্ধার পাথরের প্রাচীন বিষ্ণুমূর্তি

প্রাচীম মূর্তিটি সম্ভবত পাল-সেন যুগের। বিগ্রহটি ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি। কালো পাথরে খোদিত মূর্তিটির উচ্চতা প্রায় ২৮ ইঞ্চি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ০৩:৩৮
Share:

উদ্ধার হওয়া মূর্তি। — নিজস্ব চিত্র।

পুকুর সংস্কারের সময় উদ্ধার হল ভগবান বিষ্ণুর প্রাচীন মূর্তি। পূর্ব বর্ধমানের রায়নায় শুক্রবার ওই মূর্তি উদ্ধারের পরে তা স্থান পেয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে।

Advertisement

রায়না থানার পলাশন গ্রামের একটি পুকুর সংস্কারের কাজ চলাকালীন মাটির নিচে চাপা পড়ে থাকা বড় মাপের একটি প্রাচীন মূর্তি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। তার পরে খবর দেওয়া হয় রায়না থানায়। পুলিশ এসে গত সোমবারে উদ্ধার করে মূর্তিটি। শুক্রবারে তা স্থান পেয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে।

এই প্রসঙ্গে এসডিপিও (সাউথ) অভিষেক মণ্ডল জানান, গত সোমবার খবর পাওয়া মাত্রই রায়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটিকে উদ্ধার করে। সমস্ত আইনি প্রক্রিয়া মেনে শুক্রবার গুরুত্বপূর্ণ পুরাকীর্তিটিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জাদুঘর ও আর্ট গ্যালারির বিশেষজ্ঞদের হাতে তুলে দেওয়া হয়। সেখানে সংরক্ষণের পাশাপাশি গবেষণাও হতে পারে মূর্তিটিকে নিয়ে।

Advertisement

প্রাথমিক পর্যবেক্ষণের পরে বিশেষজ্ঞদের মত, উদ্ধার হওয়া মূর্তিটি ভগবান বিষ্ণুর। তাঁদের ধারণা অনুযায়ী প্রায় এক হাজার বছরের পুরনো ওই মূর্তি পাল-সেন যুগের। বিগ্রহটি ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি। কালো পাথরে খোদিত মূর্তিটির উচ্চতা প্রায় ২৮ ইঞ্চি। তবে বেদীতে পোঁতা টেননসহ মোট উচ্চতা প্রায় ৩৩.৫ ইঞ্চি। প্রস্থ প্রায় ১৩ ইঞ্চি।

রূপমণ্ডনের দিক থেকে মূর্তিটি ‘শ্রীধর’ বলেই অনুমান বিশেষজ্ঞদের। মূর্তির দু’পাশে খোদাই করা আছে সিংহ কর্তৃক হস্তি অবদমনের চিত্র। পাদানির ডান দিকে রয়েছে বিষ্ণুর বাহন গরুড়। উপরের অংশে কীর্তিমুখ ও তার দু’পাশে উড়ন্ত বিদ্যাধরের মূর্তি বিদ্যমান।প্রত্নতত্ত্ব ও ইতিহাসবিদদের মতে, এই মূর্তি থেকে পাল-সেন যুগের ধর্মাচারণ-সংস্কৃতি ও শিল্প-ঐতিহ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement