Swarup

দূরত্বের চর্চার মাঝেই পাশাপাশি দেব-স্বরূপ! সম্পর্কের শৈত্য কাটার ইঙ্গিত দিল কি বৈঠক?

দেব-স্বরূপ দ্বন্দ্ব কি আদৌ মিটল? স্ক্রিনিং কমিটির ভবিষ্যৎ কী? পুজোয় কি দেব-জিতের ছবি একসঙ্গে আসবে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ০৬:০০
Share:

স্বরূপ বিশ্বাস আর দেবের আলোচনায় কি অনির্বাণ ভট্টাচার্য? ছবি: ফেসবুক।

অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে স্ক্রিনিং কমিটির একই বৈঠকে ভিন্ন সুর! এ দিনের বৈঠকশেষে দেব উপস্থিত সাংবাদিকদের বলেন, “ছেলেটাকে শান্তিতে বাঁচতে দিন। ওকে কাজ করতে দিন।” তা হলে কি সত্যিই অভিনেতা টলিউডে ফিরতে চলেছেন?

Advertisement

এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসও। বৈঠকের পর সাংবাদিকেরা অনির্বাণের প্রত্যাবর্তন প্রসঙ্গে জানতে চান। প্রশ্ন করেন, অনির্বাণকে কি ফিরিয়ে আনবে ফেডারেশন? সঙ্গে সঙ্গে স্বরূপের পাল্টা প্রশ্ন, “স্ক্রিনিং কমিটির বৈঠক কি অনির্বাণকে নিয়ে বলার জায়গা? আপনাদের অনির্বাণ সম্বন্ধে কোনও জিজ্ঞাস্য থাকলে ফেডারেশনের অফিসে আসুন। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।”

গত বছরের বড়দিনে ছবিমুক্তির আবহ ফের টলিউডের কাজিয়া প্রকাশ্যে এনেছিল। দেবের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন তাঁরই ‘বন্ধু’রা! অভিযোগ ছিল, তাঁর ‘প্রজাপতি ২’ ছবির জন্য নাকি বাড়তি শো চেয়েছিলেন তিনি। অভিযোগ আরও। তাঁর ছবির সঙ্গে মুক্তি পেয়েছিল ‘মিতিন মাসি’, ‘লহ গৌরাঙ্গের নাম রে’। বাকি দু’টি ছবির হল এবং শো পাওয়া নিয়েও নাকি অভিনেতা-প্রযোজক-সাংসদ পরোক্ষ হস্তক্ষেপ করার চেষ্টা করেছিলেন। এমনও রব উঠেছিল সে সময়ে। একই সময় স্ক্রিনিং কমিটির বছরশেষের বৈঠকে জানানো হয়েছিল, দেব নাকি কমিটিকে সমর্থন জানাচ্ছেন না।

Advertisement

যদিও দেব আনন্দবাজার ডট কম-কে জানিয়েছিলেন, তিনি কমিটি থেকে সরেননি।

পাশাপাশি, সমাজমাধ্যমে টলিউডের খ্যাতনামীদের প্রকাশ্যে কুৎসিত আক্রমণ, প্রযুক্তির সহযোগিতায় ছবির রেটিং কমিয়ে দেওয়ার মতো অভিযোগ নিয়ে লালবাজারে লিখিত অভিযোগ জমা দেন টলিউডের প্রথম সারির তারকারা। ‘লালবাজার অভিযান’-এ যোগ দিয়েছিলেন স্বরূপ বিশ্বাস, পরমব্রত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, শ্রীকান্ত মোহতা, রানা সরকার, ইন্দ্রদীপ দাশগুপ্ত, নিসপাল সিংহ রানে। টলিউডের বাতাস মুখরিত, নাম উচ্চারণ না করলেও সমস্ত অভিযোগ নাকি এক তারকা অভিনেতা-প্রযোজকের দিকেই! এ-ও রটে গিয়েছিল, স্ক্রিনিং কমিটি নাকি ভেঙে যেতে পারে।

খবর, এত ঘটনা নাকি কমিটির সঙ্গে, ফেডারেশন স্বরূপের সঙ্গে, তথাকথিত ‘বন্ধু’দের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিল দেবের। লালবাজার অভিযানেও দেখা যায়নি তাঁকে। এ দিনের বৈঠক কি সেই দূরত্ব কি মেটাতে পারল?

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেব বলেন, “কোনও দূরত্বই তৈরি হয়নি। বৈঠক প্রসঙ্গে সবিস্তার বলবেন কমিটির সভাপতি পিয়াদি। এ টুকু বলতে পারি, বাংলা ছবির উন্নতির জন্য আমরা একজোট হয়ে আর কী কী করতে পারি, সে সব আজকের আলোচনায় ছিল।” ‘লালবাজার অভিযান’-এ অনুপস্থিতি প্রসঙ্গে তাঁর মত, “আমায় কি এ ভাবে লালবাজারে যাওয়া মানায়?”

শুক্রবার ইম্‌পার অফিসে স্ক্রিনিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন দেব। তিনি ছাড়াও ছিলেন স্ক্রিনিং কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস, প্রযোজক নিসপাল সিংহ রানে, রানা সরকার, প্রেক্ষাগৃহের মালিক ও পরিবেশক শতদীপ সাহা, পঙ্কজ লাডিয়া, অরিজিৎ দত্ত প্রমুখ।

বৈঠক নিয়ে একই সুর স্বরূপ-রানার কথাতেও। উভয়েই জানান, এ দিনের বৈঠক যথেষ্ট ইতিবাচক। বাংলা ছবির ভবিষ্যৎ এবং টলিউডের উন্নতি প্রসঙ্গেই আলোচনা হয়েছে। পাশাপাশি, ‘স্টেক হোল্ডার’রা তাঁদের দাবি-দাওয়া, বক্তব্যের কথা জানিয়েছেন। দূরত্ব প্রসঙ্গে রানার রসিকতা, “দেব, স্বরূপদা— আমরা সবাই পাশাপাশি বসেই বৈঠক করলাম। তা হলে দূরত্ব কোথায়?” সংবাদিকদের এ-ও জানানো হয়, কমিটি যেমন ছিল, তেমনই থাকবে। যেমন কাজ করছিল, তেমনই করবে। ১৯ জানুয়ারি স্ক্রিনিং কমিটি থেকে বাংলা ছবির ক্যালেন্ডার প্রকাশ হওয়ার কথা। সেটি কি নির্দিষ্ট সময়ে প্রকাশিত হবে? উভয়েই জানিয়েছেন, এ দিন সে প্রসঙ্গে কোনও আলোচনা হয়নি।

একই ভাবে পুজোয় দেব-জিৎ একসঙ্গে ছবি আনবেন কি না, সে প্রসঙ্গও অমীমাংসিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement