গোরখপুর, সিন্দ্রি ও বারাউনিতে তিনটি বন্ধ সার কারখানা খুলে চাঙ্গা করতে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ঢালা হবে মোট ১৮ হাজার কোটি টাকা।