—প্রতীকী চিত্র।
মহারাষ্ট্রের পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছে বিজেপি নেতৃত্বাধীন জোট ‘মহাযুতি’। ২৮৮টি আসনের মধ্যে বিজেপি, শিবসেনা ও এনসিপি দলের এই জোট ২০৭টি সভাপতি আসনে জয়লাভ করেছে। অন্য দিকে বিরোধী জোট মহাবিকাশ অঘাঢ়ী-র প্রার্থীরা ৪৪টি সভাপতি আসনে জয়লাভ করেছে। রবিবার রাতে রাজ্য নির্বাচন কমিশন এই ফল প্রকাশ করেছে।
পুরসভার সভাপতির আসনগুলিতে ১১৭টি বিজেপি, ৫৩টিতে শিবসেনা ও ৩৭টিতে এনসিপি জয়ী হয়েছে। কংগ্রেস পেয়েছে ২৮টি আসন। এনসিপি (শরদ পওয়ার) ও শিবসেনা (উদ্ধব ঠাকরে) পেয়েছে যথাক্রমে ৭টি ও ৯টি আসন।
কমিশনের তথ্য অনুযায়ী, বড় দলগুলি ছাড়াও কমিশনের নথিভুক্ত দলগুলি ৪টি, ‘অস্বীকৃত’ দলগুলি ২৮টি আসন ও নির্দল প্রার্থীরা ৫টি সভাপতি আসনে জয়লাভ করেছে।