Punjab Government

মদ, মাংস এবং তামাক নিষিদ্ধ পঞ্জাবের তিন শহরে! সিদ্ধান্ত আম আদমি পার্টির সরকারের, ভিডিয়োবার্তা মুখ্যমন্ত্রী মানের

গত মাসে আনন্দপুর সাহিবে পঞ্জাব বিধানসভার একটি বিশেষ অধিবেশন বসে। সেখানেই সর্বসম্মতিক্রমে এই সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ২৩:০০
Share:

পঞ্জাবের স্বর্ণমন্দির। — ফাইল চিত্র।

মদ, মাংস এবং তামাকজাতীয় দ্রব্য নিষিদ্ধ করা হল পঞ্জাবের তিনটি শহরে। অমৃতসরের স্বর্ণ মন্দির সংলগ্ন ওয়াল্‌ড সিটি এলাকা, বঠিন্ডার তালবন্দি সাবো এবং রূপনগরের আনন্দপুর সাহিবকে ‘পবিত্র শহর’-এর তকমা দিয়েছে পঞ্জাব সরকার। একই সঙ্গে ওই তিন এলাকায় মদ, মাংস এবং তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। রবিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানিয়েছে পঞ্জাবের আম আদমি পার্টির সরকার।

Advertisement

এ বিষয়ে রবিবার একটি ভিডিয়োবার্তাও প্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান। সেখানে তিনি জানান, এই তিনটি এলাকা শিখদের কাছে অত্যন্ত শ্রদ্ধার। এই তিনটি এলাকাকে পঞ্জাব সরকার ‘পবিত্র শহর’-এর মর্যাদা দিয়েছে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করেছে। তার পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানান তিনি। বস্তুত, গত মাসে গুরু তেগ বাহাদুরের ৩৫০তম মৃত্যুবার্ষিকীতে আনন্দপুর সাহিবে পঞ্জাব বিধানসভার একটি বিশেষ অধিবেশন বসে। সেখানেই সর্বসম্মতিক্রমে এই সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয়।

এর পরে গত ১৫ ডিসেম্বর পঞ্জাব সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেখানে রূপনগর জেলার আনন্দপুর সাহিব, বঠিন্ডার তালওয়ান্দি সাবো এবং অমৃতসরের স্বর্ণ মন্দিরের সংলগ্ন এলাকাকে ‘পবিত্র শহর’-এর মর্যাদা দেওয়া হয়। রবিবারের ভিডিয়োবার্তায় পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানান, ওই এলাকাগুলিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা করবে তাঁর সরকার। ই-রিকশা, মিনিবাস, শাট্‌ল বাস পরিষেবা থেকে শুরু করে অন্য গণপরিবহণের সবরকম সুবন্দোবস্ত করা হবে, যাতে পুণ্যার্থীদের কোনও সমস্যা না হয়।

Advertisement

একই সঙ্গে মান এ-ও বলেন, “এখন থেকে পবিত্র শহরগুলিতে কড়া বিধি প্রযোজ্য হবে। মাংস, মদ, তামাক এবং যেকোনো নেশাজাতীয় দ্রব্যের বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।” পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কথায়, “এই শহরগুলি কেবল ধর্মীয়স্থানই নয়, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যেরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement