Solar Energy Corporation

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষের অভিযোগে নাম জড়িয়েছিল, আচমকা সরানো হল সোলার এনার্জির সেই কর্তাকে

গুজরাত ক্যাডারের আইএএস অফিসার গুপ্ত পরিবেশ মন্ত্রকের সচিব পদ থেকে অবসর নেওয়ার পরে তাঁকে সোলার এনার্জি কর্পোরেশনের শীর্ষপদে বসানো হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ০৭:৪১
Share:

রামেশ্বর প্রসাদ গুপ্ত।

আমেরিকায় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষের অভিযোগের সঙ্গে নাম জড়িয়েছিল রাষ্ট্রায়ত্ত সোলার এনার্জি কর্পোরেশনের।সোমবার সেই সংস্থার সিএমডি-র পদ থেকে আচমকাই রামেশ্বর প্রসাদ গুপ্তকে সরিয়ে দিল মোদী সরকার। বিরোধী কংগ্রেসের কটাক্ষ, এ ভাবে আদানির কেলেঙ্কারি ও নরেন্দ্র মোদীর সঙ্গে গৌতম আদানির আঁতাত ধামাচাপা দেওয়া যাবে না।

গুজরাত ক্যাডারের আইএএস অফিসার গুপ্ত পরিবেশ মন্ত্রকের সচিব পদ থেকে অবসর নেওয়ার পরে তাঁকে সোলার এনার্জি কর্পোরেশনের শীর্ষপদে বসানো হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি কড়া ভাষায় বিজ্ঞপ্তি জারি করে তাঁকে পদ থেকে সরানোর সিদ্ধান্ত জানিয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থাটি ২০ গিগাওয়াট পরিবেশ বন্ধু বিদ্যুৎ প্রকল্পের বরাত বিলি করতে চলেছে। কিন্তু সম্প্রতি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যে ঘুষ দিয়ে বিদ্যুৎ বেচার বরাত আদায়ের সঙ্গে তাদের নাম জড়ায়। অভিযোগ ছিল, এই সংস্থাই আদানিদের বরাত পাইয়ে দেওয়ার বন্দোবস্ত করেছিল। আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রকের অভিযোগেও সংস্থার নাম উঠে আসে।

এ দিন কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলেন, গত নভেম্বরে গৌতম আদানি ও তার সহযোগীদের বিরুদ্ধে চার্জশিটে সোলার এনার্জির নাম ছিল। সংস্থার সুপারিশেই আদানি গোষ্ঠীর সঙ্গে বিভিন্ন রাজ্য চুক্তি করে। বিনিময়ে ২০২৯ কোটি টাকা ঘুষ দেয় আদানিরা। এখন মেয়াদ শেষের আগেই সোলার এনার্জির সিএমডি-কে সরানো হচ্ছে। এ সব করেও ‘মোদানি’ কেলেঙ্কারি ধামাচাপা দেওয়া যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন