Bizarre Incident

প্রতিবেশীর সুইমিং পুলে নগ্ন হয়ে সাঁতার! ‘জলপরি’ বলে চিৎকার, পুলিশের সঙ্গেও অদ্ভুত কাণ্ড ঘটিয়ে গ্রেফতার তরুণী

ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালের নভেম্বরে। লুজ়িয়ানার ম্যারিয়ন সিটির এক বাসিন্দা পুলিশকে জানান, প্রতিবেশী এরিন এলিজ়াবেথ সাটন নামে এক তরুণী তাঁর বাড়িতে অনুপ্রবেশ করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ০৮:১৮
Share:

—প্রতীকী ছবি।

প্রতিবেশীর বাড়িতে ঢুকে সুইমিং পুলে নগ্ন হয়ে সাঁতার কাটছিলেন। নিজেকে ‘জলপরি’ বলে চিৎকারও করছিলেন। গ্রেফতার করা হল আমেরিকার লুজ়িয়ানার এক মহিলাকে। প্রতিবেশীর বাড়ির সুইমিং পুলে নগ্ন অবস্থায় ধরা পড়ার মাস দু’য়েক পর অবশেষে গ্রেফতার করা হল তাঁকে। ৭ জানুয়ারি ফেসবুকে একটি সরকারি বিবৃতিতে ঘটনাটির কথা জানিয়েছে লুজ়িয়ানার ফার্মারভিলের ইউনিয়ন প্যারিশ শেরিফের অফিস (ইউপিএসও)।

Advertisement

ইউপিএসও জানিয়েছে, ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালের নভেম্বরে। লুজ়িয়ানার ম্যারিয়ন সিটির এক বাসিন্দা পুলিশকে জানান, প্রতিবেশী এরিন এলিজ়াবেথ সাটন নামে তরুণী তাঁর বাড়িতে অনুপ্রবেশ করেছেন। সুইমিং পুলে নগ্ন হয়ে স্নান করার পাশাপাশি চিৎকার-চেঁচামেচিও করেছেন তরুণী। বার বার বেরিয়ে যাওয়ার কথা বললেও শোনেননি। এর পরেই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। তরুণীকে প্রতিবেশীর সুইমিং পুলে নগ্ন হয়ে সাঁতার কাটতে দেখেন ইউপিএসও আধিকারিকেরা। পুলিশও তাঁকে সুইমিং পুল থেকে বেরিয়ে আসতে বলে। কিন্তু তখনও রাজি হননি এরিন। পুলিশের সঙ্গে কথা বলতেও চাননি। বরং এরিন ঘোষণা করেন, তিনি ‘জলপরি হওয়ার চেষ্টা করছেন’ এবং তাঁকে যেন বিরক্ত করা না হয়। পুলিশ আধিকারিক এবং জরুরি চিকিৎসা পরিষেবা কর্মীদের অনেক বোঝানোর পর শেষমেশ জল থেকে বেরিয়ে আসতে রাজি হন এরিন। শরীরে একটি কম্বল জড়িয়ে জল থেকে উঠে আসেন তিনি।

তবে বিষয়টি সেখানেই থেমে থাকেনি। অভিযোগ, এরিন সুইমিং পুল থেকে বেরিয়ে আসার পর চিকিৎসার জন্য তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে হঠাৎই তিনি পুলিশের এক আধিকারিককে আক্রমণ করেন। ওই আধিকারিককে লাথি এবং ঘুষিও মারেন এরিন। ঘটনাস্থলে উপস্থিত বাকিরা তাঁকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এর পর তরুণীকে ধরে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

ইউপিএসও বিবৃতিতে দাবি করেছে, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পুলিশ এবং জরুরি চিকিৎসা পরিষেবা কর্মীদের খুনের হুমকি দিয়েছিলেন এরিন। কিন্তু চিকিৎসার প্রয়োজনীয়তার কারণে সে সময় তরুণীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অবশেষে ৬ জানুয়ারি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি। তদন্তের জন্য গ্রেফতার করা হয় তাঁকে।

সংবাদমাধ্যম ‘পিপল ম্যাগাজ়িন’-এর প্রতিবেদন অনুযায়ী, এরিনের বিরুদ্ধে জনসাধারণকে ভয় দেখানো, অন্যের সম্পত্তিতে অনুপ্রবেশ এবং পুলিশ আধিকারিকের উপর হামলা চালানোর অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটির কথা প্রকাশ্যে আসতে হইচই পড়েছে লুজ়িয়ানায়। নেটমাধ্যমেও শোরগোল পড়েছে ঘটনাটিকে কেন্দ্র করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement