বরখাস্ত উষা, তদন্তে সিবিআই

এলাহাবাদ ব্যাঙ্কে তাঁর চাকরির শেষ দিন ছিল সোমবার। আর এ দিনই বরখাস্ত হলেন উষা অনন্তসুব্রহ্মণ্যন। জারি করা হল এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি। একই সঙ্গে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) প্রতারণা কাণ্ডে তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত ও আইনি প্রক্রিয়া শুরুতে সম্মতি দিল কেন্দ্র। 

Advertisement

নয়াদিল্লি ও মুম্বই

সংবাদ সংস্থা  শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৮ ০২:২৩
Share:

এলাহাবাদ ব্যাঙ্কে তাঁর চাকরির শেষ দিন ছিল সোমবার। আর এ দিনই বরখাস্ত হলেন উষা অনন্তসুব্রহ্মণ্যন। জারি করা হল এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি। একই সঙ্গে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) প্রতারণা কাণ্ডে তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত ও আইনি প্রক্রিয়া শুরুতে সম্মতি দিল কেন্দ্র।

Advertisement

এলাহাবাদ ব্যাঙ্কে যোগ দেওয়ার আগে দু’টি পর্যায়ে পিএনবির এগ্‌জ়িকিউটিভ ডিরেক্টর এবং এমডি-সিইও ছিলেন উষা। পিএনবিতে ১৪,০০০ কোটি টাকার প্রতারণা মামলায় তিন মাস আগে চার্জশিট পেশ করেছিল সিবিআই। সেখানেই উষা-সহ কয়েক জন আধিকারিককে অভিযুক্ত করা হয়। বলা হয়, ভুয়ো লেটার অব আন্ডারটেকিং কাজে লাগিয়ে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিল নীরব মোদী, মেহুল চোক্সীদের সংস্থা। আর ওই শীর্ষ কর্তারা গোটা ঘটনার কথা জেনেও চোখ বন্ধ করে ছিলেন। চার্জশিট পেশের পরেই উষার কাছ থেকে সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়। আর এ বার তাঁকে সরাসরি চাকরি থেকে বরখাস্ত করা হল। কেন্দ্র সায় দেওয়ায় তাঁর বিরুদ্ধে তদন্ত ও আইনি প্রক্রিয়া শুরুতেও বাধা থাকল না। মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত সেই প্রক্রিয়া শুরু করার কথা বলেছে।

পিএনবির এগ্‌জিকিউটিভ ডিরেক্টর সঞ্জীব শরনের বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া শুরুর অনুমতি দিয়েছে কেন্দ্র। দু’জনের বিরুদ্ধে একই নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের। তবে চার্জশিটে নাম থাকা এগ্‌জ়িকিউটিভ ডিরেক্টর ব্রহ্মাজি রাওয়ের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন