চন্দাকে নোটিস

অভিযোগ উঠেছে, ধুতকে ওই ঋণ মঞ্জুরের পরেই তিনি দীপকের সংস্থা নিউপাওয়ার রিনিউয়েবল্‌সে ৬৪ কোটি লগ্নি করেছিলেন। ঘটনার প্রাথমিক তদন্তে নেমেছে সিবিআই। বিষয়টি খতিয়ে দেখছে আয়কর দফতরও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মে ২০১৮ ০৪:০০
Share:

চন্দা কোছর।

ভিডিয়োকনকে ঋণ মঞ্জুর সংক্রান্ত বিতর্কে এ বার আইসিআইসিআই ব্যাঙ্কের এমডি-সিইও চন্দা কোছরকে নোটিস পাঠাল শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি। যার যথাযথ জবাব দেওয়া হবে বলে জানিয়েছে ওই ব্যাঙ্কও। ২০১২ সালে ভিডিয়োকন কর্তা বেণুগোপাল ধুতকে আইসিআইসিআই ব্যাঙ্কের ৩,২৫০ কোটি টাকা ঋণ মঞ্জুর করার ক্ষেত্রে চন্দার বিরুদ্ধে উঠেছে স্বজনপোষণের অভিযোগ। এর সঙ্গে জড়িয়েছে তাঁর স্বামী দীপকের নামও। অভিযোগ উঠেছে, ধুতকে ওই ঋণ মঞ্জুরের পরেই তিনি দীপকের সংস্থা নিউপাওয়ার রিনিউয়েবল্‌সে ৬৪ কোটি লগ্নি করেছিলেন। ঘটনার প্রাথমিক তদন্তে নেমেছে সিবিআই। বিষয়টি খতিয়ে দেখছে আয়কর দফতরও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement