অনুপস্থিত থেকেও সভা জুড়ে শুধু কোছর 

ভিডিয়োকনকে ৩,২৫০ কোটি টাকা ঋণ দিয়েছিল আইসিআইসিআই ব্যাঙ্কের নেতৃত্বাধীন ঋণদাতা গোষ্ঠী। যা অনুৎপাদক সম্পদে পরিণত হয়। এর পরেই ভিডিয়োকনের কর্ণধার বেণুগোপাল ধুতের সঙ্গে চন্দার স্বামী দীপকের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন ওঠে। বাজার নিয়ন্ত্রক সেবি ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত করছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮ ০৬:২৫
Share:

আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও চন্দা কোছর।

কয়েক দিন আগে ছুটিতে থাকাকালীনই আইসিআইসিআই সিকিউরিটিজের পর্ষদে ফের মনোনীত হয়েছেন তিনি। সম্প্রতি আইসিআইসিআই ব্যাঙ্কের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থাকলেন না এমডি-সিইও চন্দা কোছর। তা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন শেয়ারহোল্ডারদের একাংশ। সরাসরি প্রশ্ন তুললেন ভিডিয়োকন কাণ্ডের পরিপ্রেক্ষিতে ব্যাঙ্কটি পরিচালনা করার পদ্ধতি নিয়ে।

Advertisement

ভিডিয়োকনকে ৩,২৫০ কোটি টাকা ঋণ দিয়েছিল আইসিআইসিআই ব্যাঙ্কের নেতৃত্বাধীন ঋণদাতা গোষ্ঠী। যা অনুৎপাদক সম্পদে পরিণত হয়। এর পরেই ভিডিয়োকনের কর্ণধার বেণুগোপাল ধুতের সঙ্গে চন্দার স্বামী দীপকের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন ওঠে। বাজার নিয়ন্ত্রক সেবি ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত করছে।

প্রথমে চন্দার পাশে দাঁড়ালেও, অভিযোগের স্বাধীন তদন্ত শুরু করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে গিয়েছেন চন্দা। তবুও বুধবার শেয়ারহোল্ডারদের একাংশের প্রশ্ন এড়াতে পারেনি তারা। যদিও অন্য এক অংশ এখনও চন্দার পাশেই দাঁড়াচ্ছেন।

Advertisement

সূত্রের খবর, সভায় অনুরোধ করা হয়েছিল ভিডিয়োকন কাণ্ড সংক্রান্ত অভিযোগ তদন্তের আওতায় বলে সে সংক্রান্ত প্রশ্ন যেন না করা হয়। তা সত্ত্বেও চন্দার ভূমিকা নিয়ে তদন্ত চলাকালীন তাঁকে কী ভাবে আইসিআইসিআই সিকিউরিটিজের পর্ষদে ফের মনোনীত করা হল তা নিয়ে প্রশ্ন তোলেন অনেক শেয়ারহোল্ডার। অনেকে পর্ষদের রদবদলেরও দাবি জানান। কারও আবার প্রশ্ন, বিতর্ক জন্ম নেওয়ার পরেও শুরুতে ব্যাঙ্ক কেন এমডি-সিইওর পাশে দাঁড়াল?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement