Share Market

ফের বিদ্ধ আদানি, প্রশ্ন কংগ্রেসের

২০২১ সালে আদানি গ্রিন এনার্জি অধিগ্রহণ করে এসবি এনার্জিকে। অভিযোগ, সেই তথ্য আগেভাগে শ্যালককে দিয়েছিলেন প্রণব। যার ফলে শেয়ার বাজারে লেনদেন করে প্রণবের শ্যালকের ৯০ লক্ষ টাকা মুনাফা হয়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ০৭:৫৯
Share:

জয়রাম রমেশ। —ফাইল চিত্র।

এ বার গৌতম আদানির ভাইপো প্রণব আদানির বিরুদ্ধে সংস্থার ভিতরের খবর বাইরে চালান করে শেয়ার বাজারের লেনদেনে সুবিধা পাইয়ে দেওয়ার (ইনসাইডার ট্রেডিং) অভিযোগ ঘিরে সরব হল কংগ্রেস। বাজার নিয়ন্ত্রক সেবি-কে তাদের প্রশ্ন, তারা কি বিষয়টি নিয়ে সক্রিয় হবে? তদন্ত করবে আদানি গোষ্ঠীর অন্যতম কর্তা প্রণবের বিরুদ্ধে?

২০২১ সালে আদানি গ্রিন এনার্জি অধিগ্রহণ করে এসবি এনার্জিকে। অভিযোগ, সেই তথ্য আগেভাগে শ্যালককে দিয়েছিলেন প্রণব। যার ফলে শেয়ার বাজারে লেনদেন করে প্রণবের শ্যালকের ৯০ লক্ষ টাকা মুনাফা হয়। সম্প্রতি সেবি এ ব্যাপারে প্রণবকে নোটিস পাঠিয়েছে। সূত্রের খবর, মিটমাটের মাধ্যমে মীমাংসার জন্য বাজার নিয়ন্ত্রককে প্রস্তাব দিয়েছেন প্রণব।

শনিবার এক্স-এ এই সংক্রান্ত একটি রিপোর্ট দিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ লিখেছেন, ‘‘মোদানির (মোদী ও আদানি) বিরুদ্ধে অভিযোগ থামছে না। সম্প্রতি গৌতম আদানির ভাইপোর বিরুদ্ধে সংস্থার ভিতরের খবর তাঁর শ্যালককে দিয়ে ৯০ লক্ষ টাকার বেআইনি মুনাফা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গৌতম আদানির ভাইপো আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার ডিরেক্টর।... সেবি কি আবারও প্রধানমন্ত্রীর প্রিয় শিল্প গোষ্ঠীকে সুবিধা দেবে? নাকি আইনের রাস্তায় হেঁটে পুরোদস্তুর তদন্ত করবে?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন