Gautam Adani

স্বচ্ছতা দাবি কংগ্রেসের

সংবাদমাধ্যমের একাংশের খবর ছিল, আদানি গোষ্ঠীর শেয়ারে টাকা ঢেলেছে, এমন কিছু বিদেশি লগ্নিকারী তহবিল মালিকদের নাম প্রকাশ করতে অস্বীকার করেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ০৫:২২
Share:

আদানি গোষ্ঠীতে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির মালিকদের পরিচয় জানার জন্য সেবি সব রকম চেষ্টা করবে বলে আশা প্রকাশ করল কংগ্রেস। ফাইল ছবি।

আদানি গোষ্ঠীতে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির মালিকদের পরিচয় জানার জন্য শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি সব রকম চেষ্টা করবে বলে আশা প্রকাশ করল কংগ্রেস। বিরোধী দলটির দাবি, জনস্বার্থের কথা মাথায় রেখে এ ক্ষেত্রে গোপনীয়তা রক্ষার অজুহাতে কারও পরিচয় লুকিয়ে রাখা উচিত নয়।

সংবাদমাধ্যমের একাংশের খবর ছিল, আদানি গোষ্ঠীর শেয়ারে টাকা ঢেলেছে, এমন কিছু বিদেশি লগ্নিকারী তহবিল মালিকদের নাম প্রকাশ করতে অস্বীকার করেছে। তুলে ধরেছে গোপনীয়তা রক্ষার বিদেশি আইন। সেই প্রেক্ষিতেই এই মন্তব্য কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের। সেই সঙ্গে তাঁর দাবি, জি-২০ গোষ্ঠীতে বার বারই আন্তর্জাতিক আর্থিক লেনদেনে স্বচ্ছতার কথা তোলা হয়। অথচ ভারত প্রেসিডেন্ট থাকাকালীন যদি স্বচ্ছতার বদলে ‘বন্ধু শিল্পপতিদের’ স্বার্থকে বেছে নেওয়া হয়, তা হলে সেটা দুর্ভাগ্যজনক। এই জন্যই যৌথ সংসদীয় কমিটিকে দিয়ে আদানিদের বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগের তদন্ত করানো জরুরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন