New Updates Of Lily Chakraborty

‘সমকামী বিয়ে মানে দুই মানুষের একত্রবাস, এর বেশি কী’? পর্দায় সাহসী চরিত্রে লিলি চক্রবর্তী!

“এ বিষয়ে কোনও দিনই মাথা ঘামাইনি। হ্যাঁ, দেখেছি এ রকম যুগলকে। পরে যদিও তাঁরা আলাদা হয়ে গিয়েছেন।”

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ০৯:৪৮
Share:

সাহসিনী লিলি চক্রবর্তী। ফাইল চিত্র।

ষাট বছর আগের সমাজ কতটা আধুনিক হয়েছে? আগেও তৃতীয় লিঙ্গ, রূপান্তরকামী এবং সমকামীদের অস্তিত্ব ছিল। এখনও আছে। যুগপরিবর্তনের সঙ্গে তাঁদের অবস্থান কতটা বদলেছে?

Advertisement

এই প্রশ্ন উঠে আসতে চলেছে পরিচালক অভিজ্ঞান মুখোপাধ্যায়ের ‘অনুমানের ভিত্তিতে’ অ্যান্থোলজিতে। চারটি ছোট গল্পের সমাহারে তৈরি হবে ছবিটি। একটিতে সমকাম নিয়ে প্রশ্ন তুলবেন পরিচালক। সেখানেই ঝড় তুলবেন লিলি চক্রবর্তী। এই বিশেষ ভূমিকায় দেখা যাবে ৮৪ বছরের অভিনেত্রীকে!

সমাজে এখনও সমকামীদের নিয়ে ছুতমার্গ। আপনারও কি বিষয়টিতে আপত্তি?

Advertisement

প্রশ্ন করেছিল আনন্দবাজার ডট কম। বর্ষীয়ান অভিনেত্রীর কথায়, “এ বিষয়ে কোনও দিনই মাথা ঘামাইনি। হ্যাঁ, দেখেছি এ রকম যুগলকে। পরে যদিও তাঁরা আলাদা হয়ে গিয়েছেন। তাঁদের আলাদা বিয়ে হয়েছে। দিব্য সংসার করেছেন তাঁরা। পুরনো কথা মনেও রাখেননি।” নিজের দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে তাঁর মত, “সমকামী বিয়েতে দুই পুরুষ বা দুই নারী একত্রবাস করবেন। এর বেশি আর কী?” অভিজ্ঞানের ছবিতে লিলি এবং তাঁর এক বান্ধবীর প্রেম ক্যামেরাবন্দি হবে। লিলির কথায়, “প্রান্তবয়সে দুই প্রেমিকা বান্ধবী আবার মুখোমুখি। তাঁরা ফিরে দেখবেন ফেলে আসা দিন।”

পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, এই ছবিতে বর্ষীয়ান অভিনেত্রী ফুড ব্লগারও! লিলি কি তা হলে পোশাকেও বিপ্লব আনবেন? প্রশ্ন শুনে হেসে ফেলেছেন অভিনেত্রী। বলেছেন, “বাড়িতে নাইটি পরে আছি, এ রকম দেখানো হবে শুনেছি। বাকিটা শাড়িতেই সাজব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement