GoAir

বিনা বেতনে ছুটি গো-এয়ারে

সংস্থাটি এ দিন জানিয়েছে, করোনাভাইরাসের প্রভাবে সম্প্রতি বিমানযাত্রী ‘নজিরবিহীন’ ভাবে কমেছে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই ও নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ মার্চ ২০২০ ০৬:৪৩
Share:

প্রতীকী ছবি।

দেশের বিমান ক্ষেত্র অনেক দিন ধরেই সমস্যায়। অধিকাংশ সংস্থা চলছে ক্ষতিতে। এই অবস্থায় তাদের ব্যবসায় নতুন করে থাবা বসিয়েছে করোনাভাইরাস। মঙ্গলবার গো-এয়ার জানিয়েছে, এ দিন থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত যাবতীয় আন্তর্জাতিক উড়ান বাতিল করেছে তারা। সেই সঙ্গে কর্মীদের ঘুরিয়ে ফিরিয়ে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেই ছুটি অবৈতনিক এবং স্বল্পমেয়াদের।

Advertisement

সংস্থাটি এ দিন জানিয়েছে, করোনাভাইরাসের প্রভাবে সম্প্রতি বিমানযাত্রী ‘নজিরবিহীন’ ভাবে কমেছে। যার জন্য ওই দুই সিদ্ধান্ত। তাতে সঙ্কটের সময়ে সংস্থার পক্ষে কিছুটা খরচ বাঁচানো সম্ভব হবে। কর্মীদেরও কর্মক্ষেত্র থেকে দূরে রাখা যাবে। কমবে সংক্রমণের ঝুঁকি।

করোনার কামড়

Advertisement

• বছরের প্রথম ত্রৈমাসিকে করোনাভাইরাসের উৎপত্তিস্থল চিনের অর্থনীতি সরাসরি ৯% কমতে পারে, পূর্বাভাস গোল্ডম্যান স্যাক্সের।

• সারা বছরের জিডিপির পূর্বভাস ছাঁটাই করে করা হয়েছে ৩%।

• মন্দার আশঙ্কার কথা শোনাল ফ্রান্স সরকার।

• ৪৫০০ কোটি ইউরোর ত্রাণ প্রকল্প ঘোষণা ফ্রান্সের অর্থমন্ত্রী। আরও ত্রাণ ঘোষণা করা হবে।

• শিল্প সংস্থা বাঁচাতে পুঁজি ঢালা, রাষ্ট্রায়ত্তকরণের ইঙ্গিতও দিল ফ্রান্স।

• সাবেক রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা অলইটালিয়ার ফের জাতীয়করণ করতে পারে ইটালি।

এ দিনই রাজ্যসভায় কেরল কংগ্রেস (এম) সাংসদ জে কে মণি দাবি করেছেন, চলতি সমস্যায় যাঁরা কাজ খোয়াচ্ছেন তাঁদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। একই সঙ্গে ক্ষুদ্র ঋণগ্রহীতাদেরও ছাড় দেওয়া হোক সুদে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন