Coronavirus

বাজার দখলের লড়াইয়ে স্থানীয় সংস্থা

নিয়েলসনের কর্তারা শুক্রবার জানান, হ্যান্ড স্যানিটাইজ়রের বাজারের প্রথম সারির তিন সংস্থার অংশীদারি জানুয়ারি-ফেব্রুয়ারিতে ৮৫% থাকলেও, মার্চে নেমেছে ৩৮ শতাংশে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২০ ০৪:২৫
Share:

প্রতীকী ছবি।

করোনার থাবা রুখতে লকডাউনে দেশ। তার প্রভাব পড়েছে ভোগ্যপণ্যের বাজারেও। গবেষণা সংস্থা নিয়েলসনের সমীক্ষা বলছে, মার্চের প্রথম তিন সপ্তাহে ভোগ্যপণ্যের ব্যবসা বৃদ্ধির হার চড়া থাকলেও, শেষ সপ্তাহে তা বিপুল কমেছে। চাহিদা থাকলেও জোগানে সঙ্কট তৈরি হয়েছে। তবে হ্যান্ড স্যানিটাইজ়রের মতো বেশ কিছু পণ্যের বাজার ধরতে উঠে এসেছে অনেক নতুন স্থানীয় সংস্থা।

Advertisement

নিয়েলসনের কর্তারা শুক্রবার জানান, হ্যান্ড স্যানিটাইজ়রের বাজারের প্রথম সারির তিন সংস্থার অংশীদারি জানুয়ারি-ফেব্রুয়ারিতে ৮৫% থাকলেও, মার্চে নেমেছে ৩৮ শতাংশে। সেখানে স্থানীয় ছোট সংস্থাগুলির অংশীদারি ১৫% থেকে বেড়ে হয়েছে ৬১%। এই ব্যবসায় ১৫২টি নতুন সংস্থা পা রেখেছে। অন্য দিকে, প্যাকেটবন্দি চালের ক্ষেত্রে প্রথম সারির তিন সংস্থার অংশীদারি ৭১% থেকে হয়েছে ৬৪%। অন্যদের ক্ষেত্রে তা ২৯% থেকে বেড়ে ৩৬%।

অদূর ভবিষ্যতে রেস্তোরাঁয় খাওয়া, দামি ভোগ্যপণ্যের কেনায় রাশ টানার ইঙ্গিত মিলেছে সমীক্ষায়। স্বাস্থ্য, আর্থিক সুরক্ষায় জোর দেওয়ার কথা ভাবছেন অধিকাংশ মানুষ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন