প্রতীকী ছবি।
এক দিকে, ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা এবং যুদ্ধের সরঞ্জাম মোতায়েন। অন্য দিকে, ইউক্রেনে হামলা করা হলে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার কঠোরতম নিষেধাজ্ঞা জারির হুমকি। এই দুইয়ের জেরে গোটা বিশ্বের উদ্বেগ ধাক্কা দিল প্রায় প্রতিটি দেশের শেয়ার বাজারে। সোমবার ভারতে হুড়মুড়িয়ে ১৭৪৭ পয়েন্ট পড়ল সেনসেক্স। নামল ৫৬,৪০৫.৮৪ অঙ্কে। নিফ্টি ৫৩১.৯৫ পড়ে ফিরে এল ১৬,৮৪২.৮০-তে।
বিশেষজ্ঞদের দাবি, সব থেকে বড় দুশ্চিন্তার কারণ অশোধিত তেল। রাশিয়া তৃতীয় বৃহত্তম তেল উৎপাদক। শেষ পর্যন্তা তারা নিষেধাজ্ঞার মুখে পড়লে তেলের জোগান ধাক্কা খাবে। তখন দাম আরও বাড়বে। যা মূল্যবৃদ্ধিকে আরও উপরে তুলবে।
জিয়োজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেসের কর্তা বিনোদ নায়ারের দাবি, ভূ-রাজনৈতিক অশান্তির জন্যই শেয়ারের মতো ঝুঁকির লগ্নি থেকে সরছেন লগ্নিকারীরা। আমেরিকায় সুদ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ফলে দু’দিনে সেনসেক্স পড়েছে ২৫২০। লগ্নিকারীরা হারিয়েছেন ১২.৩৮ লক্ষ কোটি টাকা। রেলিগেয়ার ব্রোকিংয়ের কর্তা অজিত মিশ্র ও ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর বিনয় আগরওয়ালের মতে, সূচক আরও নামবে।
তবে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সভাপতি কমল পারেখের দাবি, করোনা ও দুর্বল অর্থনীতি সত্ত্বেও কৃত্রিম ভাবে চাঙ্গা হয়েছিল দেশের বাজার। বহু সংস্থার মুনাফার চেয়ে শেয়ার দর উঁচু। তাই এখন পড়ছে। না-হলে ঠিক সামলে নিত। বিশেষজ্ঞ অজিত দে বলেন, ইউরোপ, এশিয়া, আমেরিকার বাজার যে ভাবে পড়েছে তাতে ভারতে ধাক্কা লাগারই কথা।