বাজারে নতুন চুলের তেল আনল ডাবর। সংস্থার দাবি, এই বটিকা জুঁই নারকেল তেলটি আঠালো নয়। ১০০ মিলি এবং ২০০ মিলি-র প্যাকে পাওয়া যাবে এটি। দাম যথাক্রমে ৪৫ টাকা এবং ৮০ টাকা।