HAL Stock Price

দুবাই এয়ার শোয়ে তেজস ভাঙতেই শেয়ার বাজারে পতন! কতটা কমল যুদ্ধবিমান নির্মাণকারী সংস্থার স্টকের দর?

দুবাই এয়ার শো’তে তেজস লড়াকু জেট ভেঙে পড়তেই লাফিয়ে নামল এর নির্মাণকারী রাষ্টায়ত্ত সংস্থা হ্যালের শেয়ারের দাম। এ ছাড়া দাম কমেছে একাধিক প্রতিরক্ষা স্টকের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৮:৩৪
Share:

দুবাই এয়ার শো’তে ভারতীয় বিমানবাহিনীর তেজ়স লড়াকু জেট ভেঙে পড়ায় কমেছে এর নির্মাণকারী সংস্থা হ্যালের শেয়ারের দাম। ছবি: সংগৃহীত।

প্রতিরক্ষা স্টকের লগ্নিকারীদের মাথায় হাত। সপ্তাহের প্রথম কাজের দিনে হু-হু করে নামল একাধিক সংস্থার শেয়ার সূচক। সেই তালিকার একেবারে উপরে রয়েছে ‘হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড’ বা হ্যালের নাম। সোমবার, ২৪ নভেম্বর মোটা লোকসানের মুখে পড়েন সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত কোম্পানির বিনিয়োগকারীরা। এর জন্য দুবাই এয়ার শো’তে হ্যালের তৈরি ভারতীয় লড়াকু জেট তেজস ভেঙে পড়াকেই দায়ী করছেন বিশ্লেষকদের একাংশ।

Advertisement

এই দিন বাজার খোলার সময় সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত সংস্থাটির স্টকের দাম ছিল ৪,৪২৫ টাকা। কিন্তু ঘড়ির কাঁটা সকালএ ১০টায় পৌঁছোনোর আগেই ৩.১২ শতাংশ পড়ে যায় শেয়ারের দর। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি হ্যাল। দিনশেষে ৪,৪৪০.৯০ টাকায় পৌঁছে দৌড় থামায় যুদ্ধবিমান নির্মাণকারী সংস্থাটির স্টক। সোমবার এর সর্বোচ্চ দাম ছিল ৪,৫০২.৫০ টাকা।

গত শুক্রবার, ২১ নভেম্বর বাজার বন্ধ হওয়ার পর হ্যালের শেয়ারের দাম ছিল ৪,৫৯৫ টাকা। এই দিন সংশ্লিষ্ট স্টকটির দর কমেছে ১৫৪.১০ টাকা। অর্থাৎ, ৩.৩৫ শতাংশ পতনের মুখোমুখি হল হ্যাল। সোমবার রাষ্ট্রায়ত্ত সংস্থাটির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৪,৪০৫ টাকা। যুদ্ধবিমান নির্মাণকারী সংস্থাটি ছাড়াও এই দিন দর পড়ে যাওয়া প্রতিরক্ষা স্টকগুলির তালিকায় রয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, কোচিন শিপইয়ার্ড, ভারত ডায়নামিক্স, গার্ডেনরিচ শিপবিল্ডার্সের নাম।

Advertisement

ব্রোকারেজ় ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার ২.৫১ শতাংশ কমে ৭,৯১২-তে নেমে এসেছে নিফটি ডিফেন্স। এই দিন ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের ৩.২৩ শতাংশ, কোচিন শিপইয়ার্ডের ১.৭৮ শতাংশ, ভারত ডায়নামিক্সের ২.২৯ শতাংশ এবং গার্ডেনরিচ শিপবিল্ডার্স লিমিটেডের চার শতাংশ পড়েছে শেয়ারের দাম। ফলে সংশ্লিষ্ট সংস্থাগুলির স্টকের দর ৪০৩ টাকা, ১,৬৬৭ টাকা, ১,৪৭৮ টাকা এবং ২,৭০৭ টাকায় ঘোরাফেরা করছে।

গত শুক্রবার দুবাই এয়ার শো’তে কসরত দেখানোর সময় আচমকাই দুর্ঘটনার মুখে পড়ে হ্যাল নির্মিত তেজস। ফলে প্রাণ হারান যুদ্ধবিমানটির ককপিটে থাকা উইং কমান্ডার নমন স্যাল। শেয়ার বিশেষজ্ঞদের দাবি, এরই প্রভাব প্রতিরক্ষা স্টকগুলির উপর দেখা গিয়েছে। তবে এটা সাময়িক বলে মনে করছেন তাঁরা। কারণ, গত ২৪ বছরে মাত্র দু’বার দুর্ঘটনার মুখে পড়েছে তেজস। তা ছাড়া সংশ্লিষ্ট ঘটনার পর প্রতিরক্ষা সরঞ্জামের কোনও বরাত বাতিল করেনি কেন্দ্র।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement