রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নরের বিরল-তোপে কেন্দ্র

শীর্ষ ব্যাঙ্কের স্বাধীনতায় হাত দিতে গেলে বাজারের রোষে পড়ার কথা বলার পাশাপাশি তার রাজনৈতিক ভুলও তুলে ধরেছেন রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর বিরল আচার্য।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ০৩:৫৮
Share:

রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর বিরল আচার্য।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক নিয়ন্ত্রণে যথেষ্ট ক্ষমতা রিজার্ভ ব্যাঙ্কের হাতে দেওয়া হয়নি বলে কেন্দ্রকে বিঁধেছিলেন গভর্নর উর্জিত পটেল। এ বার শীর্ষ ব্যাঙ্ককে স্বাধীনতা দেওয়ার পক্ষে জোরালো সওয়াল করতে গিয়ে কার্যত কেন্দ্রকে এক হাত নিলেন ডেপুটি গভর্নর বিরল আচার্যও। স্পষ্ট বললেন, কেন্দ্রীয় ব্যাঙ্কের স্বাধীনতাকে হেয় করা যে কোনও সরকারের পক্ষে নিজের গোলে বল ঢোকানোর সামিল।

Advertisement

শীর্ষ ব্যাঙ্কের স্বাধীনতায় হাত দিতে গেলে বাজারের রোষে পড়ার কথা বলার পাশাপাশি তার রাজনৈতিক ভুলও তুলে ধরেছেন আচার্য। তাঁর দাবি, বুদ্ধিমান রাজনীতিকেরা শীর্ষ ব্যাঙ্ককে স্বাধীনতা দেন। কারণ, তাতে অর্থনীতির স্বাস্থ্য ভাল থাকে। যার সুফল তোলা যায় ব্যালট বাক্সে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement