ডিজিটালে ঝুঁকিই বাজি সুরক্ষা-ব্যবসার

দৈনন্দিন জীবনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার যত বা়ড়ছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে হ্যাকার হানার আশঙ্কা। আর সেই ঝুঁকিই বাজার বাড়াতে সাহায্য করছে ডিজিটাল পরিষেবা সুরক্ষিত রাখার ব্যবসার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৮ ০৩:০৭
Share:

দৈনন্দিন জীবনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার যত বা়ড়ছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে হ্যাকার হানার আশঙ্কা। আর সেই ঝুঁকিই বাজার বাড়াতে সাহায্য করছে ডিজিটাল পরিষেবা সুরক্ষিত রাখার ব্যবসার।

Advertisement

ডিজিটাল অর্থনীতির যুগে মানুষের ব্যক্তিগত নানা তথ্য নেট দুনিয়ায় ঘোরাফেরা করে। গত কয়েক বছর ধরে সেখানেই হ্যাকার হানার ঘটনা আরও বেশি করে সামনে আসছে। ডিজিটাল প্রযুক্তির পরিকাঠামো ব্যবসার সঙ্গে যুক্ত সিস্কোর সমীক্ষা বলছে, ভারতে ২৪% সাইবার হানার লক্ষ্যই হল ব্যাঙ্ক ও আর্থিক পরিষেবা সংস্থা। এই অবস্থায় হ্যাকার হানার নতুন কৌশলের সঙ্গে লড়তে ডিজিটাল পরিষেবায় সুরক্ষার ব্যবসাকেই পাখির চোখ করছে বিভিন্ন সংস্থা।

সম্প্রতি সিস্কো ইন্ডিয়ার বার্ষিক সম্মেলনে সংস্থার প্রেসিডেন্ট (ইন্ডিয়া অ্যান্ড সার্ক) সমীর গার্দে জানান, দেশে সাইবার নিরাপত্তা ব্যবস্থার পরিকাঠামো তৈরির বাজার বছরে ৬০-৭০ কোটি ডলার। তা ব্যবহার ও পরিষেবার খরচ আলাদা। ফলে সুরক্ষার বাজারের সম্ভাবনাও বিপুল।

Advertisement

সমীর এবং সম্মেলনে উপস্থিত এইচডিএফসির তথ্যপ্রযুক্তির শীর্ষ কর্তা মনীশ মিত্তলের মতে, ডিজিটাল প্রযুক্তি নির্ভর পরিষেবা এড়ানোর উপায় নেই। কিন্তু তা সুরক্ষিত রাখার জন্য উদ্ভাবনী পরিকল্পনাও জরুরি। সচেতন হতে হবে গ্রাহকদেরও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement