ট্রাম্পকে নিয়ে উদ্বেগ বাজারে

টানা ৬ দিন ওঠার পরে কিছুটা পড়ল শেয়ার বাজার। সোমবার সেনসেক্স পড়েছে ৮০.০৯ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে তা দাঁড়ায় ২৮,৮১২.৮৮ অঙ্কে। পাশাপাশি নিফ্‌টি ৪২.৮০ পয়েন্ট পড়ে থিতু হয় ৮,৮৯৬.৭০ অঙ্কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৫০
Share:

টানা ৬ দিন ওঠার পরে কিছুটা পড়ল শেয়ার বাজার। সোমবার সেনসেক্স পড়েছে ৮০.০৯ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে তা দাঁড়ায় ২৮,৮১২.৮৮ অঙ্কে। পাশাপাশি নিফ্‌টি ৪২.৮০ পয়েন্ট পড়ে থিতু হয় ৮,৮৯৬.৭০ অঙ্কে।

Advertisement

মূলত মুনাফার টাকা তুলে নেওয়ার জন্য শেয়ার বিক্রির জেরেই এই দিন শেয়ার বাজার পড়েছে বলে বাজার সূত্রের খবর। অবশ্য আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহেই মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন। তিনি কী বলেন, তা নিয়েই উদ্বেগের মধ্যে রয়েছে শেয়ার বাজার।

গত ৬ দিনের লেনদেনে সেনসেক্স বেড়েছিল ৭৩৭.৪১ পয়েন্ট। বাজার কিছুটা ওঠায় মুনাফার টাকা তুলে নেওয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছিল, এই দিন লগ্নিকারীরা তারই সদ্ব্যবহার করেন বলে বাজার সূত্রের খবর। তবে ট্রাম্পকে নিয়ে উদ্বেগ শুধু যে ভারতীয় লগ্নিকারীদের মনেই আছে, তা নয়। বিশ্ব বাজারেই তা ছড়িয়ে পড়েছে।

Advertisement

যার ফলে এশিয়া এবং ইউরোপের বিভিন্ন শেয়ার সূচকের মুখও এ দিন ছিল নীচের দিকেই।

তবে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি আপাতত ভারতের বাজারে শেয়ার বিক্রির বহর কমিয়েছে। বরং তারা কিনতে শুরু করেছে। গত সপ্তাহের শেষ লেনদেনের দিনে, অর্থাৎ বৃহস্পতিবার ওই সব লগ্নিকারী সংস্থা ৩৯২.৩৩ কোটি টাকার শেয়ার কিনেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন