US Tariff

শুল্কের সময় পিছোলেন ট্রাম্প, স্বস্তি রফতানিতে

জাপান, কোরিয়া-সহ বেশ কয়েকটি দেশের পণ্যের উপরে বসতে চলা শুল্কের হারও ঘোষণা করে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। তাতে ভারতের নাম নেই। ফলে এ দেশের রফতানি সংস্থাগুলি আপাতত স্বস্তিতে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ০৭:৫৩
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

বর্ধিত আমদানি শুল্ক যে বুধবারের বদলে আগামী ১ অগস্ট কার্যকর হবে, সে কথা ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন আগেই। আজ সেই মর্মে প্রশাসনিক নির্দেশিকা প্রকাশ করেছে তাঁর সরকার। সেই সঙ্গে জাপান, কোরিয়া-সহ বেশ কয়েকটি দেশের পণ্যের উপরে বসতে চলা শুল্কের হারও ঘোষণা করে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। তাতে ভারতের নাম নেই। ফলে এ দেশের রফতানি সংস্থাগুলি আপাতত স্বস্তিতে। কিন্তু রাষ্ট্রপুঞ্জের উদ্বেগ, বুধবারের মধ্যে সমাধান না হওয়ায় অনিশ্চয়তা বাড়তে পারে।

সংশ্লিষ্ট মহলের বক্তব্য, দুই দেশের বাণিজ্য প্রতিনিধিরা আলোচনা করার জন্য আরও সপ্তাহ দুয়েক পাবেন। তার মধ্যে অন্তর্বর্তী অথবা ছোট একটি চুক্তি চূড়ান্ত হয়ে যেতে পারে। ট্রাম্প নিজেও ইঙ্গিত দিয়েছেন, ভারতের সঙ্গে ‘বড়’ চুক্তি হতে চলেছে। আজ ভারতের রফতানি সংস্থাগুলির সংগঠন ফিয়ো-র ডিরেক্টর জেনারেল অজয় সহায় বলেন, ‘‘আমেরিকার এই সিদ্ধান্তের ফলে আলোচনার জন্য বাড়তি সময় পাওয়া যাবে। অসমাপ্ত বিষয়গুলি নিষ্পত্তি করা সম্ভব হবে।’’ সংশ্লিষ্ট মহলের বক্তব্য, কৃষি এবং দুগ্ধজাত পণ্যের বাজার ভারত খুলবে কি না, সেই জায়গাতেই বাণিজ্য আলোচনা আটকে। জটিল জায়গাগুলির সমাধান হতে পারে রাজনৈতিক স্তরেই। ভারতের বাণিজ্য উপদেষ্টা সংস্থা জিটিআরআই-এর বক্তব্য, ভারতের সামনে অন্যান্য অনেক দেশের আগেই চুক্তি চূড়ান্ত করার সুযোগ রয়েছে। তবে আমেরিকার চাপ এবং শর্তগুলির ব্যাপারে সতর্ক থাকতে হবে।

আজ ট্রাম্প নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশালে ঘোষণা করেছেন, জাপান এবং কোরিয়ার পণ্যের উপরে ২৫% আমদানি শুল্ক বসছে। সেই সঙ্গে মায়ানমার (৪০%), লাওস (৪০%), কাম্বোডিয়া (৩৬%), তাইল্যান্ড (৩৬%), সার্বিয়া (৩৫%), বাংলাদেশ (৩৫%), ইন্দোনেশিয়া (৩২%), দক্ষিণ আফ্রিকা (৩০%), বসনিয়া অ্যান্ড হার্জ়েগোভিনা (৩০%), কাজ়াখস্তান (২৫%), মালয়েশিয়া (২৫%) এবং তিউনিশিয়ার (২৫%) উপরে শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানিয়েছেন, এর পরে সংশ্লিষ্ট সরকারগুলিকে তা ই-মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন