Sanjiv Goenka

আইআইটি খড়্গপুরের বোর্ড অব গভর্নর্স-এর চেয়ারপার্সন পদে সঞ্জীব গোয়েঙ্কা

এই নিয়ে পঞ্চমবারের জন্য এই পদে বসলেন গোয়েঙ্কা। আগামী এক বছর এই কারিগরি শিক্ষার প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ১৬:৫৬
Share:

ফাইল ছবি

আরও এক বার আইআইটি খড়্গপুরের বোর্ড অব গভর্নর্সের চেয়ারপার্সন পদে বসছেন সঞ্জীব গোয়েঙ্কা। এ বারে তাঁর কার্যকাল শুরু হবে ২৭ জুন থেকে। এই পদে তিনি বহাল থাকবেন ২৬ জুন, ২০২২ পর্যন্ত। গোয়েঙ্কার স্থলাভিষিক্ত হওয়ার বিষয়ে সিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই নিয়ে পঞ্চমবারের জন্য এই পদে বসলেন গোয়েঙ্কা। আগামী এক বছর এই কারিগরি শিক্ষার প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবেন তিনি।

Advertisement

আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের চেয়ারম্যান গোয়েঙ্কা জানিয়েছেন, ‘‘আইআইটি খড়্গপুরের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানকে সেবা করতে পারা গর্ব ও সম্মানের।’’ খড়্গপুর আইআইটি-র ডিরেক্টর ভিকে তিওয়ারি জানিয়েছেন, ‘‘আগামী এক বছর ডক্টর গোয়েঙ্কার পরামর্শ ও পথ নির্দেশ পাওয়া নিয়ে আইআইটি খড়্গপুর অত্যন্ত আনন্দিত। তাঁর উপস্থিতি এই প্রতিষ্ঠানের উন্নতি সাধনে আরও সাহায্য করবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন