চিনা সংস্থার সঙ্গে জোট বেঁধে বাস কারখানা অন্ডালে

চিনা সরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে বর্ধমানের অন্ডালে বাস তৈরির কারখানা গড়ছে ডেডিকো ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটে়ড (ডিটিপিএল)। তবে প্রাথমিক ভাবে পুরোদস্তুর কারখানা নয়, এরোট্রোপলিসের ২৫ একর জমিতে চিন থেকে আনা যন্ত্রাংশ জোড়া লাগিয়ে বাস তৈরি হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৫ ০১:৫৯
Share:

চিনা সরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে বর্ধমানের অন্ডালে বাস তৈরির কারখানা গড়ছে ডেডিকো ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটে়ড (ডিটিপিএল)। তবে প্রাথমিক ভাবে পুরোদস্তুর কারখানা নয়, এরোট্রোপলিসের ২৫ একর জমিতে চিন থেকে আনা যন্ত্রাংশ জোড়া লাগিয়ে বাস তৈরি হবে। চিনের জংটং বাস হোল্ডিং কোম্পানির সঙ্গে ডিটিপিএলের এই যৌথ উদ্যোগে ১১% শেয়ার কিনছে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমও।

Advertisement

রাজ্যের অর্থ তথা শিল্পমন্ত্রী অমিত মিত্র মঙ্গলবার বলেন, ‘‘বছরে ১৫০০ বাস অন্ডালের কারখানা থেকে তৈরি হবে। বিনিয়োগ হবে প্রায় দেড় হাজার কোটি টাকা। ২০১৬-’১৭ আর্থিক বছরেই এই কারখানা থেকে জংটং-এর বাস রাজ্যের রাস্তায় দেখা যাবে।’’

শিল্প দফতরের দাবি, জংটং চিনের অন্যতম বাস নির্মাতা। সিটি সার্ভিস, ইন্টারসিটি এবং দূরপাল্লার বাস তৈরি করে তারা। ১৫ হাজার কোটি টাকার এই সংস্থা পৃথিবীর ৮০টি দেশে বাস রফতানি করে। তবে এখনও এ দেশে জংটংয়ের বাস আসেনি। অন্ডালের হাত ধরে চিনা কোম্পানির বাস রাজ্যের বাজারে আসবে বলে দাবি শিল্প দফতরের এক কর্তার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement