মাল্যের আরও ৬,৬৩০ কোটির সম্পত্তি আটক

বিজয় মাল্যকে আরও বেকায়দায় ফেলে শনিবার তাঁর ৬,৬৩০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যার আওতায় কিংগ্‌ফিশার কর্তার খামার-বাড়ি, বেশ কয়েকটি ফ্ল্যাট, বেসরকারি ব্যাঙ্কের স্থায়ী আমানত ও কিছু সংস্থার শেয়ার হেফাজতে নিয়েছে তারা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০২:৫৩
Share:

বিজয় মাল্যকে আরও বেকায়দায় ফেলে শনিবার তাঁর ৬,৬৩০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যার আওতায় কিংগ্‌ফিশার কর্তার খামার-বাড়ি, বেশ কয়েকটি ফ্ল্যাট, বেসরকারি ব্যাঙ্কের স্থায়ী আমানত ও কিছু সংস্থার শেয়ার হেফাজতে নিয়েছে তারা।

Advertisement

মাল্যের বিরুদ্ধে কালো টাকা প্রতিরোধ আইনে চলা একটি তহবিল নয়ছয়ের মামলাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে তদন্তকারী সংস্থাটি। যে-মামলায় এর আগেও তাঁর ১,৪১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ জারি হয়েছিল। ফলে ভারতে ধার বাকি ফেলে লন্ডন পাড়ি দেওয়া এই শিল্পপতির মোট ৮,০৪১ কোটির সম্পত্তি দু’দফায় আটক করল ইডি।

প্রসঙ্গত, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির কনসোর্টিয়ামের কাছ থেকে নেওয়া ঋণ শোধ না-করে মাল্য প্রতারণা করেছেন বলে সম্প্রতি আরও একটি অভিযোগ দায়ের করেছে স্টেট ব্যাঙ্ক। যার দরুন ব্যাঙ্কগুলির ৬,০২৭ কোটি ক্ষতি হয়েছে বলে দাবি। এর তদন্তভারও হাতে নিয়েছে ইডি। একই অভিযোগে মাল্যের বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের করেছিল সিবিআই-ও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন