Fraud Cases

গ্রাহকের তথ্য সুরক্ষায় জোর

প্রেসিডেন্ট রমেশ আইয়ার মনে করিয়েছেন স্থানীয় ভাবে তথ্য রাখার খরচের বিষয়টি। নেটঅ্যাপের সুহাস ওয়ানির যদিও বক্তব্য, কৃত্রিম মেধা ব্যবহার করে সেই ব্যবস্থা করলে কমবে খরচ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ০৭:৩৮
Share:

— প্রতীকী চিত্র।

ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম মেধার (এআই) প্রসার যত বাড়ছে, ততই গুরুত্ব বাড়ছে গ্রাহকের তথ্য সুরক্ষিত রাখার জন্য ব্যবস্থা তৈরির। সেই ক্ষেত্রে জাতীয় তথা মানুষের ব্যক্তিগত নিরাপত্তার কথা ভেবে স্থানীয় ভাবে তথ্য সংরক্ষণে জোর দিচ্ছে ভারত-সহ বিশ্বের অধিকাংশ দেশ। সম্প্রতি ইনফোকমের মঞ্চ থেকে সেই তথ্য সংরক্ষণের প্রয়োজনীয়তার কথাই ফের মনে করালেন স্বাস্থ্য, পর্যটন-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞেরা। জানালেন, বিশ্বায়নের যুগে এক দিকে তথ্যের আদানপ্রদান যেমন উদ্ভাবন বাড়াতে সাহায্য করে, তেমনই দেশের ভিতরে তা থাকার বিষয়টি নিশ্চিত করতে পারলে সুরক্ষা বাড়ে।

এই প্রসঙ্গে অনুষ্ঠানে জন কিল্‌স হোল্ডিং-এর কর্তা রমেশ শনমুগনাথন, হ্যাপে-র প্রেসিডেন্ট রমেশ আইয়ার মনে করিয়েছেন স্থানীয় ভাবে তথ্য রাখার খরচের বিষয়টি। নেটঅ্যাপের সুহাস ওয়ানির যদিও বক্তব্য, কৃত্রিম মেধা ব্যবহার করে সেই ব্যবস্থা করলে কমবে খরচ। বাড়বে প্রতিযোগিতা। মণিপাল হেল্‌থ এন্টারপ্রাইজেস কর্তা শুভঙ্কর প্রামাণিক জোর দিয়েছেন তথ্যের সুরক্ষায়। আর প্রযুক্তি উন্নয়ন, গ্রাহককে অগ্রাধিকারের কথা বলেছেন টিসিজি ডিজিটালের দেবজ্যোতি গুপ্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন