Provident Fund

কম্পিউটার-ল্যাপটপ নয়, মুঠোফোনই বলে দেবে প্রভিডেন্ট ফান্ডের তথ্য, বেসরকারি কর্মীদের জন্য নতুন পরিষেবা

বেসরকারি সংস্থার কর্মীদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত তথ্য জানার জন্য নতুন পরিষেবা চালু করল এমপ্লোয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন বা ইপিএফও। এতে মোবাইল ফোনেই সঞ্চিত অর্থের অঙ্ক জানতে পারবেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১৪:৩০
Share:

—প্রতীকী ছবি।

আর কম্পিউটার-ল্যাপটপ নয়। প্রভিডেন্ট ফান্ডের সঞ্চিত অর্থের অঙ্ক বলে দেবে মুঠোফোন। বেসরকারি সংস্থার কর্মীদের জন্য এ বার সেই পরিষেবা চালু করল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। এসএমএসেই এই সংক্রান্ত তথ্য পাবেন এমপ্লোয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন বা ইপিএফওর গ্রাহকরা। তবে তাঁদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের (ইউএএন) সঙ্গে লিঙ্ক থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার বা প্যান।

Advertisement

গ্রাহকদের জন্য এসএমএস পরিষেবা চালু করা নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে ইপিএফও। সেখানে তাঁদের অবিলম্বে ইউএএন দিয়ে মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। সেই কাজ হয়ে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার এবং প্যান সংক্রান্ত কেওয়াইসি (নো ইয়োর কাস্টমার) সংক্রান্ত নথি জমা করতে হবে তাঁকে। সব শেষে সঞ্চিত অর্থ সংক্রান্ত তথ্য পেতে সংশ্লিষ্ট মোবাইল ফোন থেকে গ্রাহককে ৯৯৬৬০৪৪৪২৫ নম্বরে ডায়াল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, ইপিএফওর এই নম্বরে ফোন করতে একটি টাকাও খরচ হবে না। নম্বরটি ডায়াল হওয়ার পর দু’বার রিং হয়ে স্বয়ংক্রিয় ভাবে সেটি কেটে যাবে। সঙ্গে সঙ্গে গ্রাহকের মোবাইলে এসএমএস পাঠিয়ে তাঁর সঞ্চিত অর্থের বিবরণ জানিয়ে দেবে ইপিএফও কর্তৃপক্ষ। তবে ফোন না করেও এসএমএসের মাধ্যেম এই তথ্য পেতে পারেন তিনি।

Advertisement

দ্বিতীয় পদ্ধতিতে, বেসরকারি সংস্থার কর্মী নিজের রেজিস্ট্রার করা মোবাইল ফোনের নম্বর থেকে ৭৭৩৮২৯৯৮৯৯-তে এসএমএস পাঠিয়ে প্রভিডেন্ট ফান্ডের অবদান এবং ব্যালেন্স সংক্রান্ত তথ্য জানতে চাইতে পারেন। সে ক্ষেত্রেও এসএমএসের মাধ্যমে ওই তথ্য পাবেন তিনি। বর্তমানে শুধু মাত্র ইংরেজি, হিন্দি, পাঞ্জাবি, মারাঠি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালাম এবং বাংলা ভাষায় এই পরিষেবা চালু রেখেছে ইপিএফও কর্তৃপক্ষ।

সূত্রের খবর, উচ্চ বেতনের পেনশন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য যাবতীয় প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। ফলে চলতি বছরের শেষ দিকে যোগ্য ব্যক্তিরা পেনশন পেতে শুরু করবেন বলে মনে করা হচ্ছে। প্রাথমিক ভাবে রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং অব্যাহতি প্রাপ্ত সংস্থাগুলির উচ্চ পেনশনের দাবি ইপিএফও দ্রুত মেটাবে বলেই জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement