বৈদ্যুতিক ব্যাটারি তৈরিতে জোর দেওয়ার পরিকল্পনা অব্যাহত রাখা হবে। —প্রতীকী চিত্র।
ব্যবসা সম্প্রসারণের জন্য চলতি অর্থবর্ষে ১৫০০ কোটি টাকা লগ্নির পরিকল্পনা করেছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ়। যার সিংহভাগই খরচ করা হবে বেঙ্গালুরুতে সংস্থার লিথিয়াম-আয়ন ব্যাটারি কারখানাটি সম্পূর্ণ করতে। সংস্থার এমডি-সিইও অভীক রায় অবশ্য বলেন, লেড-অ্যাসিড ব্যাটারির ভবিষ্যৎও খুব ভাল। তবে বৈদ্যুতিক ব্যাটারি তৈরিতে জোর দেওয়ার পরিকল্পনা অব্যাহত রাখবেন তাঁরা।
বছর তিনেকের মধ্যে কলকাতা ভিত্তিক ব্যাটারি তৈরির সংস্থাটির মোট আয় ২০,০০০ কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করেছেন কর্তৃপক্ষ। অভীক জানান, ২০২৪-২৫ সালে এক্সাইডের মোট আয় হয়েছে ১৬,৫০০ কোটি।
বেঙ্গালুরুর লিথিয়াম-আয়ন ব্যাটারি কারখানাটির জন্য মোট ৫০০০ কোটি টাকা লগ্নি করবে এক্সাইড। ইতিমধ্যেই ৩৬০০ কোটি তারা খরচ করেছে। বাকিটা হবে চলতি অর্থবর্ষে। আগামী বছরের মধ্যে কারখানাটি চালু করতে চায় সংস্থা।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে