রাজারহাটে দফতর খুলতে পারে এগ‌্‌জিম ব্যাঙ্ক

রাজারহাট নিউটাউনের ফিনান্সিয়াল হাবে দফতর খুলতে পারে এগ‌্‌জিম ব্যাঙ্ক। বৃহস্পতিবার কলকাতায় ফিকি আয়োজিত ব্যাঙ্কিং কনক্লেভে এই ইঙ্গিতই দেন এগ‌্‌জিম ব্যাঙ্কের সিএমডি যদুবেন্দ্র মাথুর। এই দিন সভায় উপস্থিত রাজ্যের নগরোন্নয়ন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন জানান, রাজ্যে যে-চারটি স্মার্ট সিটি তৈরি হওয়ার কথা, তার মধ্যে একটি হবে নিউটাউনে। এক বর্গ কিলোমিটার জুড়ে গড়া হবে ওই স্মার্ট সিটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৫ ০০:৫৭
Share:

রাজারহাট নিউটাউনের ফিনান্সিয়াল হাবে দফতর খুলতে পারে এগ‌্‌জিম ব্যাঙ্ক। বৃহস্পতিবার কলকাতায় ফিকি আয়োজিত ব্যাঙ্কিং কনক্লেভে এই ইঙ্গিতই দেন এগ‌্‌জিম ব্যাঙ্কের সিএমডি যদুবেন্দ্র মাথুর। এই দিন সভায় উপস্থিত রাজ্যের নগরোন্নয়ন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন জানান, রাজ্যে যে-চারটি স্মার্ট সিটি তৈরি হওয়ার কথা, তার মধ্যে একটি হবে নিউটাউনে। এক বর্গ কিলোমিটার জুড়ে গড়া হবে ওই স্মার্ট সিটি।

Advertisement

চিনের অর্থনীতি ঢিমেতালে চলার সুযোগ নিয়ে ভারতের রফতানি নিজের থেকেই বেড়ে যাবে বলে কেউ কেউ ধারণা করলে তা ভুল হবে বলে মন্তব্য করেন মাথুর। তিনি বলেন, ‘‘বিদেশের বাজার ধরার জন্য ভারতের সংস্থাগুলিকে সুষ্ঠু পরিকল্পনা তৈরি করতে হবে।’’

অন্য দিকে, রফতানির বাজার ধরতে বড় আকারের সংস্থা তৈরি জরুরি বলে মনে করেন মাথুর। তিনি বলেন, বিদেশের বড় বরাত ধরার প্রতিযোগিতায় এ ধরনের সংস্থাই অগ্রাধিকার পায়। মাথুর বলেন, ‘‘দুখের বিষয়, অনেক সময়ে কর ফাঁকি দিতে একই সংস্থা এক একটি প্রকল্পের জন্য আলাদা সংস্থা তৈরি করে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন