জুনে দেশের রফতানি ১৫.৮২% কমে হল ২,২২৮ কোটি ডলার। এ নিয়ে টানা ৭ মাস সরাসরি কমলো রফতানি। তবে আমদানিও কমেছে ১৩.৪০%। ফলে বাণিজ্য ঘাটতি কমেছে।
চলচ্চিত্রে অবদানের জন্য সুমিতা সান্যালকে সম্মান জানাচ্ছে পি সি চন্দ্র গোষ্ঠী। হাজির পি সি চন্দ্র জুয়েলার্সের
এমডি ইউ কে চন্দ্র, গোষ্ঠীর চেয়ারম্যান বি কে চন্দ্র এবং অভিনেতা রঞ্জিত মল্লিক (বাঁ দিক থেকে)।