Lok Adalat

সহায় লোক আদালত, এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকার দেনা কমে দশ হাজার! ‘ঋণখেলাপি’ থেকে মুক্তি পেয়ে বৃদ্ধ বললেন ‘শান্তিতে মরতে পারব’

ক্যানসার ও কিডনির রোগে আক্রন্ত হওয়ার জন্য মানবিক দিক থেকে বিশেষ ছাড় পেয়েছেন বৃদ্ধ। জেলা জুড়ে লোক আদালতের ২২টি বেঞ্চ বসেছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ০১:০৪
Share:

—প্রতীকী চিত্র।

ব্যাঙ্ক থেকে ধার নিয়ে‌ছিলেন বৃদ্ধ চাষি। সুদ-সহ সেই টাকা বেড়ে হয়েছিল ১ লক্ষ ৭৬ হাজার টাকা। শনিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর লোক আদালতের রায়ে তাঁকে পরিশোধ করতে হবে মাত্র ১০ হাজার টাকা। ক্যানসার আক্রান্ত বৃদ্ধের আর্তি ছিল, ধার মাথায় নিয়ে মৃত্যু চান না তিনি।

Advertisement

স্টেট ব্যাঙ্কের খড়্গপুর মহকুমার একটি কুশবাসান শাখার সমন পেয়ে দুপুরে আদালতে হাজির হয়েছিলেন ক্যানসার আক্রান্ত ৭০ বছরের বৃদ্ধ। ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৭০ হাজার টাকার বিনিময়ে তাঁকে বিষয়টি মেটানোর প্রস্তাব দেন। এত টাকা দিতে পারবেন না বলে তিনি বেরিয়ে গিয়েছিলেন। আবার বিকেলে আদালতে এসে তিনি জানান, ৫ হাজার টাকা নিয়ে এসেছেন। আগামী দু’মাসে আরও ৫ হাজার টাকা দিতে পারবেন। মোট ১০ হাজার টাকা নিয়ে যেন তাঁকে ‘ঋণখেলাপি’ থেকে মুক্তি দেওয়া হয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেই প্রস্তাবে রাজি হলে লোক আদালতের বিচারকগণ তা মঞ্জুর করেন। রায় শোনার পরে চোখে জল নিয়ে বৃদ্ধ বলেন, ‘‘খুব উপকার করলেন। এ বার শান্তিতে মরতে পারব।’’ তিনি জানান, ক্যানসার ও কিডনির রোগে আক্রন্ত হওয়ার জন্য মানবিক দিক থেকে তিনি বিশেষ ছাড় পেয়েছেন।

শনিবার পশ্চিম মেদিনীপুর জেলায় বসেছিল ২২টি বেঞ্চ। প্রতি বেঞ্চে ছিলেন এক জন করে বিচারক, আইনজীবী ও সমাজসেবী।

Advertisement

‘ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি’র উদ্যোগে আয়োজিত লোক আদালত শুরু হয় প্রদীপ প্রজ্জ্বলন করে। প্রদীপ প্রজ্জ্বলন করেন ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কাম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির চেয়ারম্যান সঞ্জয়কুমার দাস। ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু আফরিন জাবিকে সম্বর্ধনা জানানো হয়। তিনিও ছিলেন বিচারকের ভূমিকায়।

ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সেক্রেটারি শহিদ পারভেজ বলেন, ‘‘মেদিনীপুর, খড়্গপুর, দাঁতন, গড়বেতা ও ঘাটাল আদালতে চলতি বছরের চতুর্থ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হল। ব্যাঙ্কে ধার, পথ দুর্ঘটনা, রেল ও ট্রাফিক সম্পর্কিত বিষয়, জমিজমা-সহ ১৩ হাজার ২০০টি মামলার বিচার হয়েছিল। যার মধ্যে ৪ হাজার ৩৭০ টি মামলার নিষ্পত্তি হয়েছে। ১০ কোটি ৯৯ লক্ষ ৩৫ হাজার ৬৮৩ টাকা আদায় হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement