অর্শদীপ সিংহ। ছবি: পিটিআই।
প্রথম ওভারে ১৭ রান। দ্বিতীয় ওভারে ২৩ রান। নিজের প্রথম দু’ওভারে ৪০ রান দিয়ে শুরু করেছিলেন অর্শদীপ সিংহ। বিশ্বকাপের আগে ভারতের অন্যতম সেরা টি-টোয়েন্টি বোলারের পারফরম্যান্স উদ্বেগ তৈরি করেছিল ক্রিকেটপ্রেমীদের মনে। সেই অর্শদীপ শেষ পর্যন্ত ৪ ওভারে ৫১ রান দিয়ে ৫ উইকেট নিলেন। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বার ৫ উইকেট নিয়ে ভরসা দিলেন সমর্থকদের। কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবকেও।
প্রথম দু’ওভারে মার খাওয়ার পরও স্বমহিমায় ফিরলেন বাঁহাতি জোরে বোলার। দলকেও ফেরালেন লড়াইয়ে। কী ভাবে সম্ভব হল? ম্যাচের পর অর্শদীপ বললেন, ‘‘এই ম্যাচটা অনেক কিছু শেখাল। রান দেওয়ার পরও খেলার মধ্যে থাকার চেষ্টা করেছি। কোচিং স্টাফেরাও ঠিক এটাই চেষ্টা করতে বলেছিলেন।’’ প্রথম দু’ওভারে ৪০ রান দেওয়ার পর চাপে পড়েননি? চাপের কথা মেনে নিলেন অর্শদীপ। জোরে বোলার বললেন, ‘‘প্রচুর রান দিয়ে ফেলেছি। তবু ক্যামেরার সামনে শান্ত থাকার চেষ্টা করেছি। খেলার মধ্যে থাকার চেষ্টা করেছি। আমাদের বোলিং কোচ মর্নি মর্কেল এটাই বলেন। একটা ওভারে মার খেলে গেলে পরের ওভারে ফিরে আসার চেষ্টা করতে হবে। তবে ফিন অ্যালেন কয়েকটা ভাল শট মেরেছে। মার খেলেও ওর শটগুলো উপভোগ করেছি। বুঝেছি, ওর বিরুদ্ধে আমার আরও ভাল পরিকল্পনা করা উচিত ছিল।’’
কী পরিকল্পনা ছিল আপনাদের? অর্শদীপ বলেছেন, ‘‘আমরা জানতাম নিউ জ়িল্যান্ডের ব্যাটারেরা আগ্রাসী ব্যাটিংয়ের চেষ্টা করবে। আমরা নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়ে নেমেছিলাম মাঠে। ওদের ১৮০ রানের মধ্যে আটকে রাখতে চেয়েছিলাম। সেটা আমরা পারিনি। তবে নিজের পারফরম্যান্সে আমি খুশি। শুরুটা ভাল না হলেও শেষটা ঠিকঠাক হয়েছে। দল হিসাবে যে রকম পারফর্ম করা উচিত ছিল, সেটা হয়তো আমরা এই ম্যাচে পারিনি। আশা করি, সামনে বিশ্বকাপে দল হিসাবে আরও ভাল খেলব আমরা।’’