নয়া গৃহঋণ প্রকল্প

ইন্ডিয়া মর্টগেজ গ্যারান্টি কর্পোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে গৃহঋণের নতুন প্রকল্প আনল আইসিআইসিআই ব্যাঙ্ক। এই ‘এক্সট্রা হোম লোন’ নামের প্রকল্পটির আওতায় ঋণের পরিমাণ এবং তা শোধের মেয়াদ বাড়ানোর সুযোগ পাবেন গ্রাহক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৫ ০০:৫৬
Share:

ইন্ডিয়া মর্টগেজ গ্যারান্টি কর্পোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে গৃহঋণের নতুন প্রকল্প আনল আইসিআইসিআই ব্যাঙ্ক। এই ‘এক্সট্রা হোম লোন’ নামের প্রকল্পটির আওতায় ঋণের পরিমাণ এবং তা শোধের মেয়াদ বাড়ানোর সুযোগ পাবেন গ্রাহক।

Advertisement

ঋণগ্রহীতার বয়স, বেতন, কত বছর মেয়াদ বাড়ানো হচ্ছে ইত্যাদির উপর ভিত্তি করে ঋণের অঙ্ক ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো যাবে বলে জানিয়েছে ব্যাঙ্কটি। মেয়াদও ৭ বছর পর্যন্ত বাড়াতে পারবেন গ্রাহক। আইসিআইসিআই ব্যাঙ্কের এগ্‌জিকিউটিভ ডিরেক্টর রাজীব সাভারওয়াল জানিয়েছেন, প্রকল্পটিতে ব্যাঙ্ক যে-বাড়তি টাকা ঋণ দেবে, তার উপর সুরক্ষার গ্যারান্টি দেবে ইন্ডিয়া মর্টগেজ গ্যারান্টি কর্পোরেশন। বিদেশে এ ধরনের প্রকল্প জনপ্রিয় হলেও, এ দেশের বাজারে তাঁরাই প্রথম এই প্রকল্প এনেছেন বলে দাবি করেন সাভারওয়াল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement