Share Market

লক্ষ্য শেয়ার বাজারের একাধিক নিয়ম কঠোর করা, নতুন বাজার বিধি পেশ অর্থমন্ত্রী নির্মলার

সংশ্লিষ্ট মহলের মতে, শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবির প্রাক্তন প্রধান মাধব পুরী বুচ-এর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছিল। সেই প্রেক্ষিতে এই বিল তাৎপর্যপূর্ণ। তিনটি আইনকে সংযুক্ত করা হয়েছে এখানে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ০৮:২৬
Share:

নির্মলা সীতারামন। — ফাইল চিত্র।

মূলত শেয়ার বাজার সংক্রান্ত একাধিক নিয়মকে আঁটোসাঁটো এবং সহজ করতে বৃহস্পতিবার লোকসভায় ‘সিকিউরিটিজ় মার্কেটস কোড ২০২৫’ বিল পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর লক্ষ্য যেমন সাধারণ লগ্নিকারীর স্বার্থ রক্ষা, তেমনই শেয়ার বাজার নিয়ন্ত্রকের আধিকারিকদের আরও দায়িত্ববান করে তোলা। এটি পাশ হলে সিকিউরিটির বাজার সংক্রান্ত বিবাদ মেটানো সহজ হবে বলেও দাবি কেন্দ্রের।

সংশ্লিষ্ট মহলের মতে, শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবির প্রাক্তন প্রধান মাধব পুরী বুচ-এর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছিল। সেই প্রেক্ষিতে এই বিল তাৎপর্যপূর্ণ। তিনটি আইনকে সংযুক্ত করা হয়েছে এখানে। দেওয়া হয়েছে নিয়ন্ত্রণ সংস্থার আধিকারিকদের দায়বদ্ধতা বাড়ানোর প্রস্তাব। যেখানে বাধ্যতামূলক স্বার্থের সংঘাতের তথ্য প্রকাশ।

বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী জানান, মূলত শেয়ার বাজারে স্বচ্ছতা আনাই এর মূল লক্ষ্য। এখানে লেনদেনের নিয়মকেও সহজ করা হয়েছে। সেবির পরিচালন সদস্য ৯ থেকে বাড়িয়ে ১৫ জন করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি, লগ্নিকারীদের সুরক্ষা এবং সমস্যা সমাধানের প্রক্রিয়াকে সহজ করা, তৃণমূলস্তরে বাজারকে পৌঁছে দেওয়া এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোও অন্যতম উদ্দেশ্য। আশিসের কথায়, ‘‘সহজ এবং স্বচ্ছ লেনদেন শেয়ার বাজারে লগ্নিকারীর সংখ্যাও বাড়বে।’’

পরিচালনায় দক্ষতা এবং লেনদেনে স্বচ্ছতা আনার লক্ষ্যের কথা বলেছেন বিশেষজ্ঞ নীলাঞ্জন দে-ও। তিনি বলেন, ‘‘এই দু’টিই বর্তমান আবহে লগ্নিকারীদের জন্য অত্যন্ত জরুরি বিষয়। ভারতীয় মূলধনী বাজারে চলতে থাকা সংস্কারের অঙ্গও। উন্নত হবে সমস্যা মেটানোর ব্যবস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন