Viral Video

গুটি গুটি পায়ে কুকুরের সামনে গিয়েই ‘আক্রমণ’! অস্থির হয়ে কচ্ছপকে উল্টে ফেলে চলে গেল পোষ্য, ভাইরাল ভিডিয়ো

কুকুরটিকে চুপচাপ এক জায়গায় বসে থাকতে দেখে সে দিকে ধীরে ধীরে এগিয়ে গেল কচ্ছপটি। কিন্তু কচ্ছপটিকে দেখে কোনও ভ্রুক্ষেপ নেই কুকুরের। সে দিব্যি অন্য দিকে তাকিয়ে রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১০:১৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সমুদ্রসৈকতের ধারে চুপচাপ নিজের মতো বসেছিল একটি কুকুর। তা দেখে কুকুরটির দিকে গুটি গুটি পায়ে এগিয়ে গেল একটি কচ্ছপ। কুকুরটি তাকে পাত্তা না দিলে কুকুরের গালে কামড় বসানোর চেষ্টা করতে লাগল কচ্ছপটি। বিরক্ত হয়ে সেখান থেকে উঠে পড়ল কুকুরটি। এক ধাক্কা দিয়ে কচ্ছপটিকে উল্টে ফেলে দিল সে। তার পর কচ্ছপের পেটের উপর এক পা তুলে সেখান থেকে অন্য দিকে চলে গেল কুকুরটি। কচ্ছপটি খোলস উল্টে চার পা তুলে শুয়েই থাকল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, কুকুরের সঙ্গে ‘লড়াই’ করতে ব্যস্ত একটি কচ্ছপ। এই অসম ‘লড়াই’য়ে যে কচ্ছপটি হেরে ভূত হয়ে যাবে, সে চিন্তাই নেই তার। কুকুরটিকে চুপচাপ এক জায়গায় বসে থাকতে দেখে সে দিকে ধীরে ধীরে এগিয়ে গেল কচ্ছপটি। কিন্তু কচ্ছপটিকে দেখে কোনও ভ্রুক্ষেপ নেই কুকুরের। সে দিব্যি অন্য দিকে তাকিয়ে রয়েছে।


কচ্ছপটি একেবারে কুকুরের ঘাড়ের উপর চেপে বসতে চাইল। তার গলায় কামড় বসানোরও চেষ্টা করছিল সে। বিরক্ত হয়ে কচ্ছপের খোলস কামড়ে ধরল কুকুরটি। সেখান থেকে উঠে দাঁড়াতেই কচ্ছপটি গেল উল্টে। তাকে ফেলে দিয়ে এক রকম জয়ের ভঙ্গিতে কচ্ছপের পেটে এক পা তুলে দিল কুকুরটি। তার পর সেই অবস্থায় কচ্ছপটিকে ফেলে দিয়ে সেখান থেকে চলে গেল কুকুরটি। কচ্ছপটিও উল্টে পড়ে থাকল সেখানে। ভিডিয়োটি দেখে হাসির ফোয়ারা উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বেশ হয়েছে। কুকুরটিকে অকারণে বিরক্ত করতে গিয়েছিল। এখন নিজেই জব্দ হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement