Electricity Bill: বিদ্যুতের বিলে ছাড় নিয়ে তোপ রাজ্যকে

কেন এই ছাড় নিয়ে কেন্দ্র মাথা ঘামাচ্ছে? এমনিতেই রাজ্যগুলির কাছে বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলির বিপুল অর্থ পাওনা। দেশে যা ২.৫ লক্ষ কোটি টাকা।

Advertisement

প্রেমাংশু চৌধুরী

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ০৮:২০
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

রাজ্যের কোষাগারের হাল নিয়ে সতর্ক করার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে কান দিলেন না। দুর্গাপুজোয় পুজো কমিটির বিদ্যুৎ বিলে মমতা আরও ছাড় ঘোষণার পরে এই কথাই বলছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কর্তারা। তাঁদের যুক্তি, মুখ্যমন্ত্রী ওই ছাড় ৫০% থেকে বাড়িয়ে ৬০% করেছেন। কিন্তু তার বোঝা বইতে হবে রাজ্যের বিদ্যুৎ বন্টন সংস্থাকে।

Advertisement

রিজ়ার্ভ ব্যাঙ্ক রিপোর্টে পশ্চিমবঙ্গ-সহ ১০টি রাজ্যের আর্থিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। বলেছিল, বাংলা-সহ এদের অনেকেই নিজের বোঝা বিদ্যুৎ সংস্থার খাতায় ঠেলে দিচ্ছে। ফলে রাজ্যের দেনা কম মনে হলেও বাস্তবে বেশি। কেন্দ্রের তরফেও রাজ্যগুলিকে সতর্ক করা হয়।

অর্থ মন্ত্রকের এক শীর্ষ কর্তা বলেন, ‘‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিদ্যুৎ বিলে ৬০% ছাড় ঘোষণা করেছেন। কিন্তু এর এক পয়সা দায়ও রাজ্য নেবে না। অতীতের অভিজ্ঞতা বলছে, কোনও সরকারি নির্দেশই জারি করবে না তারা। ছাড়ের সিদ্ধান্ত নেবে বিদ্যুৎ বণ্টন সংস্থা। ফলে পুরো লোকসান তাদের।’’ তাঁর দাবি, জনপ্রিয়তা কুড়োতে এই খয়রাতির বিরুদ্ধেই প্রধানমন্ত্রী সরব।

Advertisement

কেন এই ছাড় নিয়ে কেন্দ্র মাথা ঘামাচ্ছে? এমনিতেই রাজ্যগুলির কাছে বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলির বিপুল অর্থ পাওনা। দেশে যা ২.৫ লক্ষ কোটি টাকা। তার উপরে বিদ্যুতে খয়রাতি, ভর্তুকি, ছাড়ের দায় নিচ্ছে বণ্টন সংস্থাগুলি। ফলে তারা বিদ্যুৎ উৎপাদন সংস্থাকে সময়ে টাকা মেটাতে পারছে না। যা বিদ্যুৎ ক্ষেত্রের বিপদ ডেকে আনছে। কেন্দ্রের হিসাব, পশ্চিমবঙ্গের বিদ্যুৎ বণ্টন সংস্থা উৎপাদন সংস্থার পাওনা মেটাতে গড়ে ১-৩ মাস দেরি করে। ২০১৯-২০ সালে সারা দেশের বণ্টন সংস্থাগুলির মোট লোকসানের চার ভাগের এক ভাগই ছিল পশ্চিমবঙ্গ, কেরল, পঞ্জাব, রাজস্থান, বিহারের। অর্থ মন্ত্রকের কর্তা বলছেন, ‘‘বণ্টন সংস্থার লোকসান ভরতে বাংলাকে জিডিপি-র প্রায় ০.৯% ব্যয় করতে হবে। তাদের দেনাও বাড়বে। রাজ্য আসল দেনার পরিমাণ লুকিয়ে রাখছে। পুজোর বিলে ছাড় দিয়ে আরও দায় চাপাচ্ছে বিদ্যুৎ বণ্টন সংস্থার ঘাড়ে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement