নোট বদলের আশায় হন্যে সাধারণ মানুষ

বাতিল নোট বদলের জন্য ফের দীর্ঘ লাইন রিজার্ভ ব্যাঙ্কের সামনে। আর, বিফল হয়ে ভোগান্তি সাধারণ মানুষের। নোট-কাণ্ডের প্রায় পাঁচ মাস বাদেও।বুধবার সকাল থেকেই দেশ জুড়ে রিজার্ভ ব্যাঙ্কের বিভিন্ন অফিসের সামনে ফের চোখে পড়ে লম্বা লাইন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৭ ০২:২২
Share:

হত্যে: নোট বদলের আর্জি ব্যর্থ হলে আত্মহত্যা ছাড়া গতি নেই। সঙ্গে তাই সুইসাইড নোট। দিল্লিতে আরবিআইয়ের সামনে। ছবি : পিটিআই।

বাতিল নোট বদলের জন্য ফের দীর্ঘ লাইন রিজার্ভ ব্যাঙ্কের সামনে। আর, বিফল হয়ে ভোগান্তি সাধারণ মানুষের। নোট-কাণ্ডের প্রায় পাঁচ মাস বাদেও।

Advertisement

বুধবার সকাল থেকেই দেশ জুড়ে রিজার্ভ ব্যাঙ্কের বিভিন্ন অফিসের সামনে ফের চোখে পড়ে লম্বা লাইন। যেমনটি দেখা যেত গত ৮ নভেম্বর নরেন্দ্র মোদী বড় নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার ঠিক পরে। পশ্চিমবঙ্গেও বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ বাতিল ৫০০-১০০০ টাকার নোট বদল করতে আসেন। এত দিন পরে কেন হঠাৎ টাকা বদলের জন্য লাইন পড়ল আরবিআইয়ের সামনে?

আরও পড়ুন: অ্যাপল ১ নম্বরে, বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাকি ফোনগুলি জেনে নিন

Advertisement

এ দিন যাঁরা টাকা বদল করতে এসেছিলেন, তাঁদের দাবি, দিন কয়েক আগে আরবিআইয়ের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে বলা হয়েছে বৈধ পরিচয়পত্র দেখিয়ে ৩১ মার্চের মধ্যে পুরনো বাতিল নোট বদল করা হবে। তা দেখে তাঁরা এ দিন নোট বদল করতে এসেছেন। কিন্তু হয়রানি ছাড়া কিছুই জুটল না তাঁদের। কারণ, ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানান, বাতিল নোট বদল হবে না। এর পরে উপস্থিত জনতার একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। ব্যাঙ্কের মূল ফটকের সামনে টাকা বদলের দাবিতে দীর্ঘক্ষণ বসেও থাকেন।

আরবিআই অবশ্য জানিয়েছে, এ রকম বিজ্ঞপ্তি ওয়েবসাইটে দেওয়া হয়নি। যে-সব ভারতীয় বিদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন অর্থাৎ যাঁরা অনাবাসী ভারতীয় (এনআরআই) কিংবা কর্মসূত্রে যে-সব ভারতীয় নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বিদেশে ছিলেন, তাঁরা বৈধ কাগজ দেখিয়ে নোট বদল করতে পারবেন। এনআরআই-রা ৩০ জুন এবং কাজের সূত্রে বিদেশে থাকা ভারতীয়রা ৩১ মার্চের মধ্যে তা পাল্টাতে পারবেন। কিন্তু এ দেশে থাকা বাসিন্দাদের ক্ষেত্রে কোনও ভাবেই এই নিয়ম চলবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement