West Bengal SSC exam 2026

বিধানসভা ভোটের আগে গ্রুপ-সি, গ্রুপ-ডি নিয়োগ! নবান্নের সবুজ সঙ্কেতে মার্চেই পরীক্ষা এসএসসি-র

আগামী ১ এবং ৮ মার্চ দু’টি পরীক্ষা নেওয়া হবে। গ্রুপ-সি শূন্যপদ রয়েছে ২৯৮৯টি, গ্রুপ-ডি শূন্যপদ ৫৪৮৮টি। ইতিমধ্যেই দু’টি পদে নিয়োগের জন্য আবেদন করেছেন প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৭:০৫
Share:

প্রতীকী চিত্র।

বিধানসভা ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হলেও শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন হবে। তেমনই প্রত্যাশা। বৃহস্পতিবার নবান্নের তরফে রাজ্য স্কুল শিক্ষা দফতরকে এ বিষয়ে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে বলে খবর।

Advertisement

জানা গিয়েছে, আগামী ১ এবং ৮ মার্চ দু’টি পরীক্ষা নেওয়া হবে। গ্রুপ-সি শূন্যপদ রয়েছে ২৯৮৯টি, গ্রুপ-ডি শূন্যপদ ৫৪৮৮টি। ইতিমধ্যেই দু’টি পদে নিয়োগের জন্য আবেদন করেছেন প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী। উল্লেখ্য, গ্রুপ সি-এ নিয়োগের জন্য প্রায় ৮ লক্ষ ১৩ হাজার মতো পরীক্ষার্থী, গ্রুপ ডি-তে নিয়োগের জন্য সাড়ে ৮ লক্ষে ২০ হাজার মতো পরীক্ষার্থী আবেদন করেছেন।

শিক্ষা দফতরের কাছ থেকে অনুমোদন পাওয়ার পরেই লিখিত পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে এসএসসি। স্কুল সার্ভিস কমিশন সূত্রের খবর, প্রায় দেড় হাজার পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হবে। গ্রুপ সি লিখিত পরীক্ষা হবে ৬০ নম্বরের। আর গ্রুপ ডি লিখিত পরীক্ষা হবে ৪০ নম্বরের। স্কুল সার্ভিস কমিশন তার বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, দুপুর ১২ থেকে পরীক্ষা শুরু হবে। গ্রুপ সি পরীক্ষা হবে ১ ঘন্টা ৫০ মিনিট। গ্রুপ ডি-র পরীক্ষা হবে ১ ঘন্টা ২০ মিনিট।

Advertisement

তবে, এই পরীক্ষায় ‘দাগি’ বা ’চিহ্নিত অযোগ্য’ শিক্ষাকর্মীরা বসতে পারবে না বলে জানিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যে কমিশনের তরফে ৩৫১২ জন ‘দাগি’ শিক্ষাকর্মীর তালিকা প্রকাশ করা হয়েছে। গ্রুপ সি-এ ‘দাগি’ রয়েছেন ১৩৬৩ এবং গ্রুপ ডি-এ২৩৪৯ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement