মাঝারি পাল্লায় জোর ফিরবে অর্থনীতিতে

বিশ্বব্যাঙ্ক, এডিবি ও অন্য কিছু প্রতিষ্ঠানের মতোই সম্প্রতি ভারতের বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে আইএমএফ-ও। নোট বাতিল ও তড়িঘড়ি পণ্য-পরিষেবা কর (জিএসটি) চালু করাকেই এর কারণ হিসেবে চিহ্নিত করেছে তারা।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৭ ০৩:১৫
Share:

খোশমেজাজে: জেটলি ও ল্যাগার্দে। ওয়াশিংটনে। ছবি: রয়টার্স।

ভারতীয় অর্থনীতি মাঝারি মেয়াদে ‘জোরকদমে’ এগিয়ে যেতে পারবে। আপাতত আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ছাঁটাই করলেও রবিবার ফের এই ভরসা দিয়েছেন আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ)-এর এমডি ক্রিস্টিন ল্যাগার্দে। আইএমএফ ও বিশ্বব্যাঙ্কের বার্ষিক বৈঠক উপলক্ষে আয়োজিত সভায় এই মন্তব্য করেন ল্যাগার্দে। পাশাপাশি, আইএমএফে ভারতের মতো উন্নয়নশীল দেশের প্রতিনিধিত্ব আরও বাড়ানোর দাবিতে সরব হলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

Advertisement

বিশ্বব্যাঙ্ক, এডিবি ও অন্য কিছু প্রতিষ্ঠানের মতোই সম্প্রতি ভারতের বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে আইএমএফ-ও। নোট বাতিল ও তড়িঘড়ি পণ্য-পরিষেবা কর (জিএসটি) চালু করাকেই এর কারণ হিসেবে চিহ্নিত করেছে তারা। ২০১৭ সালের জন্য জুলাইয়ে করা পূর্বাভাস ছিল ৭.২%। তা থেকে সেটা ৬.৭ শতাংশে নামিয়ে এনেছে আইএমএফ। কিন্তু ল্যাগার্দে বিষয়টি স্পষ্ট করে দিয়ে বলেন, ‘‘এটা ঠিক, আমরা ভারতের বৃদ্ধি কিছুটা ঢিমেতালে চলার ইঙ্গিত দিয়েছি। তবে মাঝারি ও লম্বা মেয়াদে ভাল বৃদ্ধির রাস্তাতেই থাকবে তারা।’’ অর্থনীতির কাঠামো বদলাতে নোটবন্দি ও জিএসটি চালু করাকে বড় মাপের সংস্কারের তকমাও দিয়েছেন ল্যাগার্দে। তাঁর মতে এর হাত ধরেই বড় মেয়াদে আরও শক্ত ভিতের উপর দাঁড়াবে ভারতীয় অর্থনীতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন