Forbes Magazine

৫,৬২,২২৫,০০,০০,০০০ টাকার মালিক বিল গিটস! ভারতীয় বিলিয়নিয়র ১০০ ছাড়াল

স্কুলে বরাবর যেন ফার্স্ট বয় তিনি। এ নিয়ে পর পর চার বার ধনকুবের তালিকায় প্রথম স্থানটি দখল করে রাখলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। সম্প্রতি ২০১৭-র ধনকুবের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। সেই তালিকায় প্রথম স্থানে থাকা বিল গেটসের মোট সম্পত্তির পরিমান ৮৬০০ কোটি ডলার।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ১৬:০৭
Share:
০১ ১২

মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস রয়েছেন প্রথম স্থানে। তাঁর মোট সম্পত্তির পরিমান ৮৬০০ কোটি ডলার।

০২ ১২

ওয়ারেন বাফেট- বার্কশায়ার হাথঅ্যাওয়ে সংস্থার সঙ্গে যুক্ত ওয়ারেন বাফেট তাঁর ৭৫৬০ কোটি ডলার সম্পত্তি নিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে।

Advertisement
০৩ ১২

জেফ বেজস- আমাজন সংস্থার মুখ্য কার্যনির্বাহী অফিসার জেফ বেজস রয়েছেন তৃতীয় স্থানে। তাঁর মোট সম্পত্তি ৭২৮০ কোটি ডলার।

০৪ ১২

অ্যামানসিও ওরটেগা- স্প্যানিস শিল্পপতি অ্যামানিকো ওরটেগা ছিলেন ইনডিটেক্স ফ্যাশন গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান। জারা ক্লথিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। ওরটেগার মোট সম্পত্তি ৭১৩০ কোটি ডলার।

০৫ ১২

মার্ক জুকারবার্গ- ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ রয়েছেন ৫ নম্বর স্থানে। তাঁর মোট সম্পত্তি ৫৬০০ কোটি ডলার।

০৬ ১২

লিলিয়ান বেটেন- লওরিয়েলের অন্যতম অংশীদার ফ্রান্সের লিলিয়ান বেটেন মহিলা শিল্পপতির তালিকায় প্রথম স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পত্তি ৩৯৫০ কোটি ডলার।

০৭ ১২

মুকেশ অম্বানি- ভারতে প্রথম স্থানে এবং বিশ্বে ৩৩-তম স্থানে রয়েছেন মুকেশ অম্বানি। তাঁর মোট সম্পত্তি ২৩২০ কোটি ডলার।

০৮ ১২

লক্ষ্মী মিত্তল- ৫৬ নম্বর স্থানে রয়েছেন শিল্পপতি লক্ষ্মী মিত্তল। তাঁর মোট সম্পত্তি ১৬৪০ কোটি ডলার।

০৯ ১২

আজিম প্রেমজি- ১৪৯০ কোটি ডলার সম্পত্তি নিয়ে ৭২ নম্বর স্থানে রয়েছেন আজিম প্রেমজি।

১০ ১২

দিলীপ শাংভি- সান ফার্মাকিউটিক্যালসের প্রতিষ্ঠাতা দিলীপ শাংভি রয়েছেন ৮৪ স্থানে। তাঁর মোট সম্পত্তি ১৩৭০ কোটি ডলার।

১১ ১২

শিব নদর- এইচসিএল এন্টারপ্রাইজের চেয়ারম্যান শিব নদর ১২৩০ কোটি ডলার সম্পত্তি

১২ ১২

ডোনাল্ড ট্রাম্প- বিশ্বের প্রথম ৫০০ ধনকুবেরের মধ্যে নেই মার্কিন প্রেসিডেন্ট এবং খ্যাতিনামা শিল্পপতি ডোনাল্ড ট্রাম্পের নাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement