পরিষেবা ক্ষেত্রেও বৃদ্ধি কমার পূর্বাভাস

দেশের বাজারে চাহিদায় ভাটার জেরে কল-কারখানায় উৎপাদন বৃদ্ধির গতি শ্লথ হবে বলে ক’দিন আগেই পূর্বাভাস দিয়েছিল এইচএসবিসি-র সমীক্ষা। এ বার তারা একই আশঙ্কা প্রকাশ করল পরিষেবা ক্ষেত্র নিয়ে। জানাল, চাহিদা তলানিতে ঠেকায় পরিষেবা ক্ষেত্রের বৃদ্ধিও গতি হারিয়েছে। ফলে এপ্রিলে এইচএসবিসি ইন্ডিয়ার পরিষেবা সংক্রান্ত ব্যবসায়িক কাজকর্মের সূচক (সার্ভিসেস বিজনেস অ্যাক্টিভিটি ইনডেক্স) নেমেছে ৫২.৪-এ। যা তিন মাসে সব থেকে নীচে। এর আগে মার্চে ওই সূচক ছিল ৫৩-তে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মে ২০১৫ ০১:৩৮
Share:

দেশের বাজারে চাহিদায় ভাটার জেরে কল-কারখানায় উৎপাদন বৃদ্ধির গতি শ্লথ হবে বলে ক’দিন আগেই পূর্বাভাস দিয়েছিল এইচএসবিসি-র সমীক্ষা। এ বার তারা একই আশঙ্কা প্রকাশ করল পরিষেবা ক্ষেত্র নিয়ে। জানাল, চাহিদা তলানিতে ঠেকায় পরিষেবা ক্ষেত্রের বৃদ্ধিও গতি হারিয়েছে। ফলে এপ্রিলে এইচএসবিসি ইন্ডিয়ার পরিষেবা সংক্রান্ত ব্যবসায়িক কাজকর্মের সূচক (সার্ভিসেস বিজনেস অ্যাক্টিভিটি ইনডেক্স) নেমেছে ৫২.৪-এ। যা তিন মাসে সব থেকে নীচে। এর আগে মার্চে ওই সূচক ছিল ৫৩-তে।

Advertisement

আর উৎপাদন ও পরিষেবার এই ধাক্কা খাওয়াই রিজার্ভ ব্যাঙ্কের সুদ আরও কমানোর জমি তৈরি করেছে বলে জানিয়েছে সমীক্ষা। বিশেষ করে মূল্যবৃদ্ধির হার যেখানে এখন অনেকটা নীচে। প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্ক ২ জুন ফের ঋণনীতি পর্যালোচনায় বসবে। যদিও এর আগে জানুয়ারি ও মার্চে দু’দফার সুদ কমানোর সিদ্ধান্তই তারা আচমকা নিয়েছে কোনও ঋণনীতি ফিরে দেখার সময়ে নয়।

সমীক্ষায় তুলে ধরা হয়েছে বৃদ্ধি কমায় বিভিন্ন পরিষেবা সংস্থায় চাকরি ছাঁটাইয়ের আশঙ্কার কথাও। বলা হয়েছে, বিশেষত কর্মী নেওয়ার ব্যাপারে সংস্থাগুলি এখন খরচ বাঁচানোর পন্থা নিতে পারে। তবে সংস্থাগুলি এখনই নিরাশ হতে রাজি নয়। বরং তাদের দাবি, পরিস্থিতি আগামী দিনে আরও ভাল হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement