Tea Industry

চা শিল্পে দাবি

দার্জিলিঙের চা শিল্পকে বাঁচাতে নিলামে ওঠা দরের উপরে কেজিতে ন্যূনতম ১০০ টাকা কেন্দ্রকে ভর্তুকি দিতেও আর্জি জানিয়েছেন ধানুকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ০৮:৪২
Share:

চা শিল্পকে বাঁচাতে কেন্দ্রের কাছে নিলামে ন্যূনতম মূল্য বাড়ানোর আর্জি। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ডুয়ার্স ও অসমের চা শিল্পকে বাঁচাতে কেন্দ্রের কাছে ফের নিলামে ন্যূনতম মূল্য (ফ্লোর প্রাইস) বাড়ানোর আর্জি জানালেন আইটিএ-র প্রাক্তন চেয়ারম্যান চন্দ্রকুমার ধানুকা। এই নিয়ে বাণিজ্য মন্ত্রকের কাছে প্রস্তাব দিয়েছে সংগঠনটি। কিন্তু কেন্দ্র কার্যত তা মানতে রাজি নয় বলেই দাবি তাঁর। ধানুকার বক্তব্য, ‘‘যে দামে চা নিলাম হচ্ছে তা উৎপাদন খরচের চেয়েও কম। চা শিল্পকে বাঁচাতে ন্যূনতম দাম বাড়িয়ে সেই খরচের সমান করা হোক।নইলে একাধিক বাগান বন্ধ হবে।’’

সেই সঙ্গে দার্জিলিঙের চা শিল্পকে বাঁচাতে নিলামে ওঠা দরের উপরে কেজিতে ন্যূনতম ১০০ টাকা কেন্দ্রকে ভর্তুকি দিতেও আর্জি জানিয়েছেন ধানুকা। তিনি জানান, কেন্দ্র ও অসম সরকারকে দাবিপত্র দেওয়া হয়েছে। তবে তা কতটা মানা হবে, প্রশ্ন রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন