Income Tax

সুদের হিসেব নিট বকেয়ায়

কম্পোজিশন প্রকল্প বাদে বাকি করদাতাদের ১১ তারিখের মধ্যে জিএসটিআর-১ ফর্মের মাধ্যমে আগের মাসের জিএসটি রিটার্ন দিতে হয়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২০ ০৫:৫০
Share:

প্রতীকী ছবি।

আগামী ১ সেপ্টেম্বর থেকে নিট জিএসটি বকেয়ার উপরে সুদ গুনতে হবে করদাতাদের। বুধবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে পরোক্ষ কর পর্ষদ।

Advertisement

কম্পোজিশন প্রকল্প বাদে বাকি করদাতাদের ১১ তারিখের মধ্যে জিএসটিআর-১ ফর্মের মাধ্যমে আগের মাসের জিএসটি রিটার্ন দিতে হয়। ২০-২৪ তারিখের মধ্যে কর দিতে হয় জিএসটিআর-৩বি ফর্মের মাধ্যমে। কিন্তু সময়সীমা পার হলে বকেয়ার উপরে ১৮% সুদ গুনতে হয়। এর আগে কেন্দ্র বলেছিল, সেই সুদের হিসেব হবে সামগ্রিক বকেয়ার উপরে। তা নিয়ে শিল্প মহলে উদ্বেগ ছড়ায়।

মার্চে জিএসটি পরিষদের বৈঠকে ঠিক হয়, সামগ্রিক নয়, নিট বকেয়ার উপরেই সুদের হিসেব হবে। সামগ্রিক বকেয়ার থেকে কাঁচামালের খরচ বাবদ মেটানো কর বাদ দিলে নিট বকেয়ার অঙ্ক পাওয়া যায়। সেই মতো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একাংশের মতে, এই সিদ্ধান্ত শিল্পকে কিছুটা আশ্বস্ত করবে। আর এক অংশের বক্তব্য, অতীতে সুদ মেটানো বহু করদাতাই তা ফেরতের আবেদন জানাতে পারেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন