নোট-৭ বিপর্যয়ে ভারতেও কমতে পারে স্যামসাঙের আয়

বিশ্ব জুড়ে গ্যালাক্সি নোট-৭ স্মার্ট ফোনের বিপর্যয়ের জেরে ভারতেও আয় কমার মুখে স্যামসাং। সেপ্টেম্বরে এ দেশে ফোনটির বিক্রি শুরুর কথা থাকলেও, তা স্থগিত রাখা হয়। বিশেষজ্ঞ সংস্থা সিএমআর-এর ইঙ্গিত, এতে ৬,৫০০ কোটি টাকা আয় হারাতে পারে স্যামসাং।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৬ ০৩:১১
Share:

বিশ্ব জুড়ে গ্যালাক্সি নোট-৭ স্মার্ট ফোনের বিপর্যয়ের জেরে ভারতেও আয় কমার মুখে স্যামসাং। সেপ্টেম্বরে এ দেশে ফোনটির বিক্রি শুরুর কথা থাকলেও, তা স্থগিত রাখা হয়। বিশেষজ্ঞ সংস্থা সিএমআর-এর ইঙ্গিত, এতে ৬,৫০০ কোটি টাকা আয় হারাতে পারে স্যামসাং। ভারতে যতগুলি স্মার্ট ফোন পাঠানোর কথা রয়েছে এ বছর, তার সংখ্যা কমতে পারে ৪০ লক্ষ।

Advertisement

উল্লেখ্য, জুলাইয়ে ভারতে গ্যালাক্সি নোট-৭ ফোন আসার কথা ছিল। কিন্তু ব্যাটারিতে ত্রুটির জেরে ফোনটি তা আনতে দেরি করে সংস্থাটি। বিক্রি শুরু হওয়ার কথা ছিল সেপ্টেম্বর থেকে। দাম রাখা হয়েছিল ৫৯,৯০০ টাকা। এই ফোনের হাত ধরেই এ বছর ৪৬% ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করেছিল দক্ষিণ কোরীয় সংস্থাটি। কিন্তু সেই আশা পূরণ না হওয়ারও ইঙ্গিত দিয়েছে সিএমআর। তাদের মতে, এর জেরে সংস্থার বাজার দখলও কমবে।

এ দিকে, দু’দিনের মাথায় ফের মুনাফার পূর্বাভাস কমাল খোদ স্যামসাং। আগামী দু’টি ত্রৈমাসিকে লাভ আরও ৩০০ কোটি ডলার কমবে বলে মনে করছে সংস্থা। বুধবারই তৃতীয় ত্রৈমাসিকের কার্যকরী মুনাফা ২৩০ কোটি কমবে বলে জানিয়েছিল তারা। তবে অন্যান্য দামি ফোনের বিক্রি কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে দেবে বলেই আশা স্যামসাঙের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement