চিনে ৬.৮% বৃদ্ধির পূর্বাভাস

চিনের আর্থিক বৃদ্ধির হার ২০১৭ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ৬.৮ শতাংশ ছোঁবে বলে পূর্বাভাস দিয়েছে সরকারি গবেষণা সংস্থা স্টেট ইনফর্মেশন সেন্টার।

Advertisement

সংবাদ সংস্থা

বেজিং শেষ আপডেট: ২২ মে ২০১৭ ০৩:১৯
Share:

চিনের আর্থিক বৃদ্ধির হার ২০১৭ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ৬.৮ শতাংশ ছোঁবে বলে পূর্বাভাস দিয়েছে সরকারি গবেষণা সংস্থা স্টেট ইনফর্মেশন সেন্টার। আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে দেশের শীর্ষ সংগঠন ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন-এর আওতায় কাজ করে এই সেন্টার।

Advertisement

খুচরো মূল্যবৃদ্ধি ১.৪% ছোঁবে বলেও ইঙ্গিত দিয়েছে তারা। সাধারণ ভাবে চিনা অর্থনীতি স্থিতিশীল থাকবে ও তার জাতীয় আয় বৃদ্ধির হার ভালই হবে, মনে করছে ওই গবেষণা সংস্থা। তবে অর্থনীতি কিছুটা ঢিমেতালে এগোবে বলেও ধারণা তাদের। কারণ বছরের প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধি ৬.৯% ছুঁয়েছিল, যা ছিল প্রত্যাশার চেয়েও কিছুটা বেশি। সরকারের তরফে পরিকাঠামোয় বড় মাপের লগ্নি এবং আবাসন শিল্পের প্রসারের হাত ধরেই তা সম্ভব হয়েছিল বলে জানিয়েছে এই সমীক্ষা।

স্টেট ইনফর্মেশন সেন্টার অবশ্য মনে করছে, আর্থিক বৃদ্ধির হারকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বিভিন্ন শিল্পে শ্রমিক-বিক্ষোভ এবং সংস্থাগুলির বিপুল ঋণের বোঝা। এর জেরে উৎপাদন ক্ষমতাও কাটছাঁট করতে পারে বেশ কিছু শিল্প।

Advertisement

প্রসঙ্গত, গোটা বছরের হিসেব ধরলে আর্থিক বৃদ্ধি ৬.৫ শতাংশে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য বলে ইতিমধ্যেই জানিয়েছেন চিনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং। মার্চে পার্লামেন্টের বার্ষিক সভায় তিনি এ কথা জানান।

তবে সমীক্ষায় একটি বিষয়ে সতর্ক করে দিয়েছে স্টেট ইনফর্মেশন সেন্টার। বৃদ্ধির চাকায় গতি ফেরানোর কথা বললেও শিল্পের ঋণের বোঝা কমানো ও আর্থিক সংস্থার ঝুঁকিতে রাশ টানার সরকারি নীতিতে সামঞ্জস্য নেই বলে মনে করছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন