অবশেষে উত্থান

গত ন’দিন সেনসেক্সের মোট পতন হয়েছিল ১,৬২২.৬২ পয়েন্ট। বাজার সূত্রের খবর, সূচকের টানা পতনের ফলে অনেক ভাল শেয়ার তুলনামূলক ভাবে কম দামে কেনার সুযোগ তৈরি হয়েছিল

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০২:০৩
Share:

গত ন’দিন সেনসেক্সের মোট পতন হয়েছিল ১,৬২২.৬২ পয়েন্ট।

আমেরিকা এবং চিনের বাণিজ্য বৈঠক প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য চাঙ্গা করে তুলল আন্তর্জাতিক শেয়ার বাজারকে। ভারতেও গত ন’দিন ধরে টানা পতনের পর সূচক উঠল উপরের দিকে। সেনসেক্স এক লাফে বাড়ল ৪০৩.৬৫ পয়েন্ট। পাশাপাশি বুধবার ঘুরে দাঁড়িয়েছে টাকাও। ১ ডলারের দাম ২৩ পয়সা কমে হয়েছে ৭১.১১ টাকা। উল্লেখ্য, বাণিজ্য যুদ্ধের অবসানের লক্ষ্যে আমেরিকা এবং চিনের মধ্যে বৈঠক সন্তোষজনক ভাবে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

গত ন’দিন সেনসেক্সের মোট পতন হয়েছিল ১,৬২২.৬২ পয়েন্ট। বাজার সূত্রের খবর, সূচকের টানা পতনের ফলে অনেক ভাল শেয়ার তুলনামূলক ভাবে কম দামে কেনার সুযোগ তৈরি হয়েছিল। এ দিন লগ্নিকারীরা সেটাই কাজে লাগিয়েছেন। লেনদেনের শেষে সেনসেক্স পৌঁছয় ৩৫,৭৫৬.২৬ অঙ্কে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement