Gloster: রাজ্যে নতুন চটকল গড়তে ৩০০ কোটি ঢালবে গ্লস্টার

সংস্থার দাবি, দৈনিক ৯০ টন উৎপাদন ক্ষমতার ওই কারখানা তৈরি হবে হাওড়ায়, গ্লস্টারের বর্তমান দু’টি কারখানার কাছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ ০৫:৪৩
Share:

ফাইল চিত্র।

রাজ্যে চটশিল্প যখন কাঁচা পাটের অভাব-সহ নানা সমস্যার মধ্যে দিয়ে চলেছে, তখন কলকাতার পাট সংস্থা গ্লস্টার দু’টি নতুন চটকল তৈরির পরিকল্পনার কথা জানাল। একটি এ
রাজ্যে, অন্যটি তেলঙ্গানায়। মোট লগ্নি ৬৩০ কোটি টাকা। গ্লস্টারের এগ্‌জ়িকিউটিভ চেয়ারম্যান হেমন্ত বাঙ্গুর জানান, পশ্চিমবঙ্গে কারখানা গড়তে ৩০০ কোটি টাকা ঢালবেন তাঁরা। বাকি ৩৩০ কোটি দক্ষিণের রাজ্যে। তাঁর দাবি, ‘‘কাজ অনেকটাই এগিয়েছে। এ রাজ্যের নতুন চটকলটি চালু হলে কাজ পাবেন ২৫০০ জন।’’

Advertisement

সংস্থার দাবি, দৈনিক ৯০ টন উৎপাদন ক্ষমতার ওই কারখানা তৈরি হবে হাওড়ায়, গ্লস্টারের বর্তমান দু’টি কারখানার কাছে। ২০২২-এর ডিসেম্বরের মধ্যে চালু হওয়ার কথা। তেলঙ্গানার চটকলটি ২০২৩ সালে খোলা যাবে বলে আশা, যার উৎপাদন ক্ষমতা দিনে ১২০ টন। সংস্থা সূত্রের খবর, চটকল দু’টি তৈরির পরে তাদের আয় বাড়বে ১৫০ শতাংশেরও বেশি। হেমন্ত জানান, নতুন কারখানা গড়ার ইচ্ছার কথা বেশ কিছু দিন আগেই রাজ্য সরকারকে জানিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট মহল বলছে, দেশের বেশির ভাগ চটকল এ রাজঅনেকেরই উৎপাদন কমছে। কাঁচা পাটের অভাব ও চড়া দাম নিয়ে ক্ষোভ রয়েছে। অনেক কারখানা বন্ধ হওয়ায় বহু কর্মী কাজ হারিয়েছেন। অধিকাংশ চটকল মালিকের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা উৎপাদনের আধুনিকীকরণের প্রক্রিয়ায় আগ্রহী নন। ফলে ক্ষমতা থাকলেও এই শিল্পের উন্নয়ন আটকে। তবে বাঙ্গুরেরা রাজ্যে চটশিল্পের সহায়ক পরিবেশ নিয়ে আশাবাদী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement