Jamtara Gang

অন্ডাল বিমানবন্দরের অদূরে ‘জামতাড়া গ্যাং’-এর ঘাঁটি! দিল্লি থেকে পুলিশ এসে গ্রেফতার করল তিন জনকে

দিল্লি পুলিশ সূত্রে খবর, লক্ষাধিক টাকার সাইবার প্রতারণার অভিযোগ উঠেছিল। নয়াদিল্লি থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। সেই তদন্তের সূত্র ধরেই এই গ্রেফতারি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ২২:০৭
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

অন্ডাল (কাজী নজরুল ইসলাম) বিমানবন্দর লাগোয়া এলাকা থেকে গ্রেফতার কুখ্যাত ‘জামতাড়া গ্যাং’-এর তিন জন। দিল্লির এক বাসিন্দার প্রতারণার অভিযোগের ভিত্তিতে উঠে আসে তাঁদের নাম। শনিবার দিল্লি পুলিশ সেই সূত্র ধরে অভিযান চালিয়ে তিন জনকে ধরল। তাঁদের নেপথ্যে আর কারা রয়েছেন, তার খোঁজ শুরু হয়েছে। গ্রেফতারির পর অভিযুক্তদের ট্রানজ়িট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

দিল্লি পুলিশ সূত্রে খবর, লক্ষাধিক টাকার সাইবার প্রতারণার অভিযোগ উঠেছিল। নয়াদিল্লি থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই প্রতারণা কুখ্যাত ‘জামতাড়া গ্যাং’-এর কীর্তি। তার পরেই অভিযুক্তদের শনাক্ত করে তাঁদের গতিবিধির উপর নজরদারি শুরু করেন তদন্তকারীরা। অভিযুক্তদের মোবাইল লোকেশনের তথ্যের ভিত্তিতে দিল্লি পুলিশের একটি দল এ রাজ্যে আসে। অন্ডাল বিমানবন্দর সংলগ্ন এলাকায় খোঁজ মেলে অভিযুক্তদের।

ধৃত তিন জনের নাম রঞ্জিত কুমার মণ্ডল, অজয়কুমার মণ্ডল এবং মেহেবুব আনসারি। ধৃতেরা সকলেই ঝাড়খণ্ডের জামতাড়া এলাকার বাসিন্দা। শনিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক তিন দিনের ট্রানজ়িট রিমান্ডের নির্দেশ দেন। তার পরেই ধৃতদের দিল্লি নিয়ে যান তদন্তকারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement