—প্রতিনিধিত্বমূলক ছবি।
প্রতি দিন নতুন নজির গড়তে গড়তে এগিয়ে যাচ্ছে দুই দামি ধাতু, সোনা এবং রুপো। মঙ্গলবারও তার ব্যতিক্রম ঘটল না। এ দিন কলকাতায় ১০ গ্রাম পাকা সোনা (২৪ ক্যারাট) এই প্রথম ১,৩৭,৩০০ টাকা ছুঁয়ে সর্বোচ্চ হল। যা সোমবারের থেকে প্রায় ২৬৫০ টাকা বেশি। ফলে রেকর্ড গড়ে ১,৩০,৫০০ টাকায় পৌঁছেছে গয়নার সোনাও। অন্য দিকে, একই ভাবে প্রথম বার ২,১১,২৫০ টাকা হয়ে এক কেজি খুচরো রুপো নতুন শৃঙ্গে পা রেখেছে। এক দিনে চড়েছে ২৪৫০ টাকা।
সংশ্লিষ্ট মহলের দাবি, সোনা-রুপোর দাম বৃদ্ধি স্বাভাবিক। সেই জন্যই লগ্নির মাধ্যম হিসেবে তা ভরসাযোগ্য। তবে এখন তা চড়ছে একটু বেশি গতিতে। অনিশ্চয়তা আর অস্থিরতায় বিশ্ব বাজারে দাম বাড়ছে সোনার। তার প্রভাব পড়ছে দেশে। ডলারের নিরিখে টাকার তলানিতে ঠেকা দাম আমদানির খরচ বাড়াচ্ছে। বাড়তি খরচ খুচরো দামে প্রতিফলিত হচ্ছে। তার উপর এখানেও বহু মানুষ লগ্নির জন্য শেয়ার-ফান্ডের মতো ঝুঁকিপূর্ণ জায়গা এড়িয়ে সোনা কিনছেন। ফলে চাহিদা বাড়ায় দ্রুত গতিতে মাথা তুলছে তার দাম।
এ দিকে বাজারে রুপোর জোগান কম। অথচ কখনও সোনার বিকল্প হিসেবে, কখনও শিল্পের প্রয়োজনে বাড়ছে চাহিদা। যা একই ভাবে তার দামও বাড়াচ্ছে। ফলে সোনা-রুপোর দামে তৈরি হচ্ছে নতুন নজির। নতুন বছরে তা কোথায় যায়, সেটাই প্রশ্ন।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে